ঝাড়গ্রাম

ভোট সন্ত্রাসে শহিদ নেতার বাড়িতে বিজেপি প্রার্থী, দিলেন পাশে থাকার আশ্বাস

স্বপ্নীল মজুমদার

ভোট সন্ত্রাসে শহিদ নেতার বাড়িতে বিজেপি প্রার্থী, দিলেন পাশে থাকার আশ্বাস

প্রচারের ব্যস্ততার মাঝেও ভোলেননি দলের শহিদ কর্মীকে। বিজেপির কিসান মোর্চার নিহত নেতা কিশোর মান্ডির বাড়িতে গেলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডু।

রবিবার জামবনি থানার ভাদুই গ্রামে কিশোরের পরিবারের সঙ্গে দেখা করে কিশোরের স্ত্রী মালতী মান্ডি ও পাঁচ বছরের শিশু পানমণির পাশে থাকার আশ্বাস দেন বিজেপি প্রার্থী। ২০২১ সালের ৫ মে সন্ধ্যায় খাটখুরার মহুয়াচকে আক্রান্ত হন কিশোর। ওই সন্ধ্যায় বাইকে ঝাড়গ্রাম যাওয়ার সময় তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়।

ভোট সন্ত্রাসে শহিদ নেতার বাড়িতে বিজেপি প্রার্থী, দিলেন পাশে থাকার আশ্বাস

ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিশোরের মৃত্যু হয়। এরপর ঘটনার খবর পেয়ে ভাদুই গ্রামে আসে জাতীয় আদিবাসী কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনের টিম।

জাতীয় মানবাধকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী সন্ত্রাসের বলি কিশোর খুনের ঘটনার তদন্তে নামে সিবিআই।

আরও পড়ুন ::

Back to top button