ঝাড়গ্রাম

জন্মদিবসে অলচিকি লিপির স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুকে শ্রদ্ধা জানালেন বিজেপি প্রার্থী

স্বপ্নীল মজুমদার

জন্মদিবসে অলচিকি লিপির স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুকে শ্রদ্ধা জানালেন বিজেপি প্রার্থী

অলচিকি লিপির উদ্ভাবক পণ্ডিত রঘুনাথ মুর্মুর ১২০ তম জন্মদিনে তাঁর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জানালেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডু।

রবিবার ঝাড়গ্রাম শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাস চত্বরে রঘুনাথ মুর্মুর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জানান প্রণত। ১৯০৫ সালে ওড়িশার ময়ূরভঞ্জের ডররাডিহি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

তিনি সাঁওতালি লেখার জন্য অলচিকি লিপি তৈরি করেন। তারপর সেই লিপির প্রসারে নিজেও উদ্যোগী হন।

সাতের দশকের শেষ নাগাদ তিনি ঝাড়গ্রামের বেতকুন্দরি এলাকায় আদিবাসী সমাজের এক অনুষ্ঠানে এসেছিলেন। ১৯৮২ সালের ১ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন ::

Back to top button