ঝাড়গ্রাম

কনভয় হামলা-কাণ্ডের এলাকায় এক বছর পর তৃণমূলের মিছিল, বিজেপি নেত্রী যোগ দিলেন তৃণমূলে

স্বপ্নীল মজুমদার

কনভয় হামলা-কাণ্ডের এলাকায় এক বছর পর তৃণমূলের মিছিল, বিজেপি নেত্রী যোগ দিলেন তৃণমূলে

এক বছর পর কুড়মি অধ্যুষিত ঝাড়গ্রামের গড়শালবনি এলাকায় লোকসভার প্রার্থীকে নিয়ে মিছিল করল তৃণমূল। রবিবার ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত গোপীবল্লভপুর বিধানসভার শালবনি এলাকায় ওই মিছিলের নেতৃত্বে ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা গোপীবল্লভপুরের দলীয় পর্যবেক্ষক অজিত মাহাতো।

দলীয় প্রার্থী কালীপএছাড়াও ছিলেন ঝাড়গ্রাম ব্লক তৃণমূলের সভাপতি নরেন মাহাতো, শালবনি অঞ্চল তৃণমূলের সভাপতি সুনীল মাহাতো, জেলা সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো, ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত সাহা প্রমুখ। গত বছর ২৬ মে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে থাকা মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়িতে হামলার অভিযোগে ১৫ জন কুড়মি আন্দোলনের নেতা-কর্মী গ্রেফতার হন।

কনভয় হামলা-কাণ্ডের এলাকায় এক বছর পর তৃণমূলের মিছিল, বিজেপি নেত্রী যোগ দিলেন তৃণমূলে

ধৃতদের মধ্যে এলাকারও কয়েকজন ছিলেন। তারপরই কুড়মিরাও নির্দলে পঞ্চায়েত ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পঞ্চায়েত ভোটের সময় এলাকায় দেওয়াল লিখন করতে পারেনি তৃণমূল। প্রায় এক বছর বাদে লোকসভা ভোটের আগে অজিতের নেতৃত্বে এদিন শালবনি রাবণ পোড়া মাঠ থেকে জিতুশোল পর্যন্ত মিছিল হয়।

অজিত বলছেন, ‘‘মানুষজনকে উন্নয়নের পথে নিয়ে আসার কারণেই এদিন স্বতস্ফূর্ত মিছিল হয়েছে।’’ মিছিল শুরুর আগে শালবনি পঞ্চায়েতের প্রাক্তন বিজেপি সদস্যা ঝর্নারানি পাল তৃণমূলে যোগ দেন। তাঁর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন শাসকদলের প্রার্থী কালীপদ সরেন।

আরও পড়ুন ::

Back to top button