রাজ্য

CAA ক্যাম্পে লোক নেই – ভোটের পর শিবির চালু করবে বিজেপি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Amit Shah : CAA ক্যাম্পে লোক নেই – ভোটের পর শিবির চালু করবে বিজেপি - West Bengal News 24

সিএএ-এর পক্ষে মানুষকে বোঝাতে রাজ‌্যজুড়ে শিবির করবে বিজেপি। ভোট মিটলেই এই শিবির চালু হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সহযোগিতায় বিজেপি পার্টি এই সিএএ সংক্রান্ত শিবির করবে। বৃহস্পতিবার একথা জানিয়েছেন বিজেপির রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার।

CAA আইনে নাগরিকত্ব পেতে সেভাবে আবেদন জমা পড়ছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। ফর্ম পূরণেও সেরকম আগ্রহ দেখা যাচ্ছে না। রাজনৈতিক মহলও মনে করছে, দু’মাস হয়ে গেল সিএএ জারি হয়ে গিয়েছে সারা দেশে। চলতি লোকসভা ভোট শুরুর আগে গত ১১ মার্চ চালু হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন।

রাজনৈতিক মহলও মনে করছে, দু’মাস হয়ে গেল সিএএ জারি হয়ে গিয়েছে সারা দেশে। চলতি লোকসভা ভোট শুরুর আগে গত ১১ মার্চ চালু হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন। তৃণমূলের বক্তব্য, সবাই নাগরিক, আলাদা করে নাগরিকত্বের কোনও দরকার নেই।

সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও বৃহস্পতিবার কলকাতায় এসে বিজেপিকে একহাত নিয়ে বলেছেন, ‘‘সিএএ কোনওভাবেই সমর্থনযোগ‌্য নয়। ধর্মীয় বিভাজনের উপরই সিএএ করা হয়েছে।’’

আরও পড়ুন ::

Back to top button