অর্থনীতিজাতীয়

আগামী তিন বছরেই পৌঁছবে ১০ কোটির ঘরে – বদলে যাবে মধ্যবিত্তের চেনা ছবিটা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

আগামী তিন বছরেই পৌঁছবে ১০ কোটির ঘরে – বদলে যাবে মধ্যবিত্তের চেনা ছবিটা

গত মাসে মার্কিন সংস্থা গোল্ডম্যান শ্যাক্সের রিপোর্টে এমন একটা পূর্বাভাস ছিল। এবার ভারতের উপদেষ্টা সংস্থা ক্রিসিলের সমীক্ষাতেও একই তথ্য উঠে এল। ক্রিসিলের তালিকা অনুযায়ী, ভারতে যাঁরা বছরে সাড়ে আট লক্ষ টাকা রোজগার করেন, তারাই উচ্চবিত্ত।

বিদেশি উপদেষ্টা সংস্থা গুলিও মোটামুটি সেটাই মেনে চলে। বছরে সাড়ে আট লক্ষ টাকা বা তার বেশি আয় করেন, ভারতে এমন মানুষের সংখ্যা আগামী তিন বছরেই ১০ কোটি ছুঁয়ে ফেলবে।

আয়কর রিটার্ন অনুযায়ী, ২০১২ সালে ভারতে বছরে ৫ লক্ষ বা তার বেশি টাকা আয় করতেন মাত্র ৩৮ লক্ষ মানুষ। কোভিড কাল ধরে দশ বছরে সেটা বেড়ে হয়েছে আড়াই কোটি। আগামী ৫ বছরে তাই ১০ লক্ষ মানুষ সাড়ে আট লক্ষ টাকা আয়ের গন্ডিতে ঢুকে পড়লে, অবাক হওয়ার কিছু নেই।

২০২২-২৩ অর্থবর্ষে কমবেশি আড়াই কোটি মানুষ বছরে পাঁচ লাখ টাকা তার বেশি আয় করতেন। আয়কর রিটার্নের পরিসংখ্যান অন্তত তাই বলছে। এই সংখ্যাটা আগামী পাঁচ বছরে দ্বিগুণ হবে।

ইন্ডিয়া হাউসহোল্ড এক্সপেন্স ইনডেক্স বলছে, ২০১৮ থেকে ২০২৩ – এই পাঁচ অর্থবর্ষে সংসার খরচ বেড়েছে বছরে গড়ে ২৩ হাজার টাকা। মাসে কমবেশি ১ হাজার ৯০০ টাকা। এটা শুধুই সংসার খরচ। এর মধ্যে চিকিৎসা , বীমার মতো প্রয়োজনীয় খরচ ধরা নেই। এবার প্রশ্ন হল, এই সংসার খরচ বাড়ছে কেন ?

মূল্যবৃদ্ধি একটা বিষয় তো অবশ্যই। আবার প্রয়োজনে , অনেক সময় প্রয়োজন না থাকলেও কেনাকাটা করছেন মানুষজন। বিশেষত নামী দামী ব্র্যান্ডের জিনিস, ভাল হোটেলে খাওয়া-দাওয়া, পোশাকের পিছনে অনেক বেশি খরচ করছেন মধ্যবিত্তরা। করছেন বলেই মধ্যবিত্তদের হাত ধরেই চাঙ্গা থাকছে দেশের অর্থনীতি।

আরও পড়ুন ::

Back to top button