জাতীয়

কেমন রেজাল্ট করবে বিজেপি ? ভবিষ্যদ্বাণী করলেন রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

কেমন রেজাল্ট করবে বিজেপি ? ভবিষ্যদ্বাণী করলেন রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোর

নির্বাচনের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোর। পিকে বলেন, “আমার বিশ্লেষণ অনুযায়ী, বিজেপি একই সংখ্যক আসনে অথবা গতবারের তুলনায় সামান্য বেশি আসনে ফিরতে পারে।

পশ্চিম ও উত্তর ভারতে আমি কোনও তাৎপর্যপূর্ণ আসন বাড়ার সম্ভাবনা দেখছি না। পূর্ব এবং দক্ষিণ ভারত থেকে বিজেপি পর্যাপ্ত সমর্থন পাবে।” পিকে-র দাবি, ২০১৯-এর নির্বাচনের মতো বিজেপি ৩০০ আসনে জয় পেতে পারে অথবা তার থেকে সামান্য বেশি হতে পারে।

পিকে আরও একবার দাবি করলেন, ২০১৯ সালে বিজেপি যে আসন নিয়ে ক্ষমতায় এসেছিল, চব্বিশেও সেই আসন কমার বিশেষ সম্ভাবনা নেই।

উনিশের মতো এবারেও অন্তত ৩০৩ আসন পাবে গেরুয়া শিবির। কিছু বেশিও হতে পারে। ভোটপর্ব মেটার পরেই বিভিন্ন এজেন্সি, সংবাদমাধ্যম এক্সিট পোল (বুথ ফেরত সমীক্ষা)-র ফল প্রকাশ করবে। তবে এক্সিট পোল প্রকাশের কয়েক ঘণ্টা আগেই নির্বাচনের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোর।

প্রসঙ্গত, প্রশান্ত কিশোর আগেই দাবি করেছিলেন যে, কেন্দ্রে বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে তেমন কোনও অসন্তোষ নেই বা ২০২৪ লোকসভা নির্বাচনে বিকল্পের জন্য জোরাল কোনও দাবিও নেই।

আরও পড়ুন ::

Back to top button