ঝাড়গ্রাম

জঙ্গলে পাতা সংগ্রহে গিয়ে হাতির হানায় বৃদ্ধের মৃত্যু

স্বপ্নীল মজুমদার

জঙ্গলে পাতা সংগ্রহে গিয়ে হাতির হানায় বৃদ্ধের মৃত্যু

জঙ্গলের ছাগলের জন্য সবুজ কচি শালপাতা পাতা সংগ্রহ করতে গিয়ে বুনো হাতির হামলায় প্রাণ হারালেন এক বৃদ্ধ। সোমবার ঝাড়গ্রামের মানিকপাড়া বনাঞ্চলের গোলবাঁধি লাগোয়া জঙ্গল এলাকার ঘটনা।

মৃতের নাম গৌর পাল (৬০)। তাঁর বাড়ি ঝাড়গ্রাম থানার দুধকুন্ডি অঞ্চলের ডিহিবাদিনা গ্রামে। তিনি ১৯৮০ সাল থেকে মানিকপাড়ার নিবেদিতা গ্রামীণ কর্মমন্দির সংস্থায় নৈশপ্রহরীর কাজ করতেন।

রাত পাহারার কাজ সেরে সোমবার ভোরে বাড়ি ফিরে যান তিনি। প্রাতঃরাশ সেরে সকাল ৯ টায় বাড়ি থেকে বেরিয়েছিলেন জঙ্গলে ছাগলের জন্য কাঁচা শাল পাতা সংগ্রহ করতে।

সারাদিন বাড়ি না ফেরায় খোঁজ খবর শুরু হয়। এদিন বালিভাসায় হাট ছিল। পরিজনরা ভেবেছিলেন, গৌর হাটে গিয়েছেন। কিন্তু বিকেল গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

গোলবাঁধি এলাকার কংসাবতী খালের কাছে সাইকেলটি পাওয়া যায়। পরে জঙ্গলে দেহ মেলে।

আরও পড়ুন ::

Back to top button