বিনোদন

হিনা খানের গোপন তথ্য প্রকাশ করেই ফেললেন পরিচালক

হিনা খানের গোপন তথ্য প্রকাশ করেই ফেললেন পরিচালক - West Bengal News 24

‘বিগ বসের ঘর’ থেকে বেরিয়ে সোজা ‘কসৌটি জিন্দগি কি’-র সেটে, এরপর থেকে জনপ্রিয়তা যেন উত্তরোত্তর বাড়তে শুরু করে হিনা খানের। ‘কসৌটি জিন্দগি কি’-র পর এবার বলিউডে সফর শুরু করলেন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী।

বর্তমানে পরিচালক বিক্রম ভাটের সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত হিনা খান। এ বিষয়ে বিক্রম ভাটকে জিজ্ঞাসা করা হলে পরিচালক বলেন, হিনা অত্যন্ত প্রতিভাবান একজন অভিনেত্রী। দীর্ঘদিন টেলিভিশন জগতে কাজ করে অভিজ্ঞ হয়ে উঠেছেন তিনি। শুধু তাই নয়, শ্যুটিংয়ের সেটে হিনাকে কোনও কিছু বলে দিতে হয় না। না কিছু শিখিয়ে দিতে হয়। সব সময় নিজে থেকেই সব কাজ হিনা করে নিতে পারেন বলেও জানান বিক্রম ভাট। পাশাপাশি হিনা খান ভবিষ্যতে বলিউডের মুখও হয়ে উঠতে পারেন বলে স্পষ্ট জানান বলিউডের এই পরিচালক।

প্রসঙ্গত নিউ ইয়র্কে স্বাধীনতা দিবসের প্যারেডে এবার ভারতের হয়ে প্রতিনিধি করেন হিনা খান। নিজের সোশ্য়াল হ্য়ান্ডেলে সেই ছবি শেয়ারও করেন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য