কর্ম সন্ধান

কাশ্মীরে ৫০ হাজার পদে চাকরির ঘোষণা

কাশ্মীরে ৫০ হাজার পদে চাকরির ঘোষণা

ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর প্রথমবারের মতো বড়সড় ঘোষণা দিল জম্মু-কাশ্মীর প্রশাসন। গভর্নর সত্যপাল মালিক জানিয়েছেন, আগামী দুই-তিন মাসের মধ্যেই ৫০ হাজার শূন্যপদে নিয়োগ শুরু হবে।

তিনি বলেন, কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছে। প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। সত্যপাল মালিক আরও বলেন, জম্মু-কাশ্মীরকে দেশের অবিচ্ছেদ্য অংশ করতে উন্নয়নমূলক পদক্ষেপ নেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সরকারি বিভিন্ন ক্ষেত্রে ৫০ হাজার পদে নিয়োগ দেয়া হবে।

তার দাবি, জম্মু-কাশ্মীর ও লাদাখ এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলে উন্নয়নের ধারা অব্যাহত হলে পাক অধিকৃত কাশ্মীরের মানুষরাও ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হতে চাইবেন। তিনি বলেন, এখানে ওষুধ ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের ঘাটতি নেই। যেসব কথা ছড়ানো হচ্ছে সেগুলো ভুয়া খবর ছাড়া আর কিছুই নয়।

তিনি আরও জানান, শিক্ষাক্ষেত্রে ধারাবাহিকতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। খুব দ্রুত ৫০টি কলেজ খুলবে জম্মু-কাশ্মীরে। ইতোমধ্যেই প্রায় তিন হাজার প্রাথমিক স্কুল খুলে দেয়া হয়েছে। লাদাখে স্কুল ও কলেজ স্বাভাবিকভাবে চলছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন ::

Back to top button