স্বাস্থ্য

ছেলেদের চোখের কালো দাগ দূর করার উপায়

ছেলেদের চোখের কালো দাগ দূর করার উপায়

মেয়েদের তুলনায় ছেলেরা ত্বকের যত্ন খুব কম নিয়ে থাকে। তবুও ত্বকের খেয়াল রাথতে কে না চায়। ছেলেদেরকে তুলনামূলক বাইরের তীব্র রোদ, ধুলোবালির মুখোমুখি হতে হয় বেশি। যা কিনা আমাদের ত্বকের জন্য একদমই উপকারী নয়।

দিনশেষে বাড়ি ফিরে ক’জন পুরুষ তার ত্বকের প্রতি নজর দেন? এই অবহেলাটুকুই যথেষ্ট একজন পুরুষের ত্বকের বারোটা বাজানোর জন্য।

আসুন জেনে নেয়া যাক কি ভাবে ছেলেদের চোখের নিজের কালো দাগ সহজে দূর করা সম্ভব:-

ধুলো-ময়লা জমতে জমতে একটা সময় ব্রণ, র্যাশ ইত্যাদি হয়ে পড়ে নিত্যসঙ্গী। আর সৌন্দর্য ঠেকে গিয়ে তলানিতে। তাই ছেলেরা তাদের ত্বকের পরিচর্যা তো করবেনই, সেইসঙ্গে এই বিষয়গুলোর দিকেও নজর রাখতে হবে।

সাধারণত মুখের তুলনায় চোখের নিচে একটু কালচে রঙের হয়। কারণ এই অংশের আর্দ্রতা সারা মুখের তুলনায় কম হয়। এই কালো অংশতেই বয়স বাড়লে দেখা দেয় বলিরেখা। তাই এখন থেকেই যত্ন নেওয়া শুরু করুন। চোখের তলায় হাইড্রেটিং ক্রিম লাগান নিয়মিত। দিনের বেলা ঘুম থেকে ওঠার পর ও রাতে ঘুমাতে যাওয়ার আগে এই দুইবার প্রতিদিন নিয়মিত লাগান। দেখবেন চোখের নিচের কালচে ভাব অনেকটা কমে এসেছে।

আরও পড়ুন ::

Back to top button