বিনোদন

ব্যায়াম করতে করতে হঠাৎই ধপাস, আমির কন্যার ভিডিও ভাইরাল

ব্যায়াম করতে করতে হঠাৎই ধপাস, আমির কন্যার ভিডিও ভাইরাল - West Bengal News 24

বলিউডের মিঃ পারফেকশনিস্ট আমির খানের কন্যা ইরা প্রায় সময়েই খবরের শিরোনামে থাকেন আজকাল। যদিও সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সক্রিয় নন, তবে তাঁর ছবি এবং ভিডিওগুলি ইন্টারনেটে প্রায় সময়ই ভাইরাল হয়।

সম্প্রতি ইরা খান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি মজার ভিডিও পোস্ট করেছেন, সেই ভিডিওতে ইরাকে ব্যায়াম করতে দেখা গেছে। ব্যায়াম করতে করতেই হঠাৎ করে ধপাস! একে তো সুন্দরী, তার উপর আবার তারকাকন্যা, তাই খুব বেশিক্ষণ লাগল না আমির কন্যা ইরা খানের পড়ে যাওয়ার ওই মজার ভিডিওটি ভাইরাল হতে।

তাঁর এই ভিডিওটি পোস্ট করে ইরা খান ক্যাপশনে লিখেছেন, ‘আমি ঠিক আছি।’ ইরা খানের এই মজার ভিডিওটিতে ভক্তরা বেশ ভাল রকমই নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

 

View this post on Instagram

 

Whoops… I’m okay😬 . . . #fridaymotivation #friday #workout #fall #fail #gym #backatit #gymmotivation #gymmemes #core #coreworkout #corestrength #control #victoriassecret #popeyeloveshisstick

A post shared by Ira Khan (@khan.ira) on

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য