জানা-অজানা

যে বিষয়গুলো একমাত্র বাঁহাতিরাই বোঝেন

যে বিষয়গুলো একমাত্র বাঁহাতিরাই বোঝেন

পৃথিবীতে বাঁহাতি মানুষের সংখ্যা অনেক। ডানহাতি ও বাঁহাতি মানুষের মধ্যে কিছু গুণবাচক পার্থক্য খুঁজে পান বিজ্ঞানীরা। এখানে তারা জানিয়েছেন এমনই ১৫টি বিষয়ের কথা। এগুলো একমাত্র বাঁহাতিরাই বোঝেন।

১. কাঁচি নিয়ে কিছু কাটতে গেলে বাঁহাতিরা পেরেশানিটা টের পান। কিছু কাটার প্রয়োজন পড়লেই কেঁচি লাগে। আর তা গোটা বিশ্বে একটি ধাঁচেই বানানো হয়। আর তা ডানহাতে কাটতেই বানানো হয়।

২. স্পাইরাল নোটবুক বাঁহাতিদের আরেক পেরেশানির নাম। এখানে বাঁহাতে কিছু লেখতে গেলেই পেঁচানো তার ঠিক হাতের নিচেই পড়ে।

৩. বাইন্ডারদের ক্ষেত্রেও একই ঝামেলার সৃষ্টি হয়।

৪. কাগজে কিছু লেখতে সমস্যা নাই। কিন্তু লেখার কালি হাতে বা কাপড়ের হাতায় লাগেনি তা হতে পারে না।

৫. স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যখন চেয়ারে ডানপাশে লেখার অংশটি লাগানো থাকে, তখন বাঁহাতিদের যন্ত্রণা দেখার মতো হয়। তিনি কিভাবে লেখবেন?

৬. ডায়নিংয়ে একজন ডানহাতি মানুষের ডানপাশে বসলে যথেষ্ট বিড়ম্বনায় পড়তে হয়।

৭. ধরুন, কোনো এক বাঁহাতির কাছ থেকে কিছু একটা নিতে হবে। প্রতিযোগিতার সবাই বাঁহাতি। এই যুদ্ধে চূড়ান্ত যন্ত্রণাটা প্রত্যেক বাঁহাতিই ভোগ করবেন।

৮. এমনিতেই বাঁহাতে কাজ করার বিষয়টি অপশক্তির পরিচায়ক বলে মনে করা হয়। কেউ বলে থাকলে বাঁহাতির জন্যে তা পীড়াদায়ক।

৯. এক কাপ কফি নিয়ে বসেছেন। বাঁহাতে কফি শেষ করার পর দেখলেন কাপের নিচে আপনার জন্যেই দারুণ একটা কথা ছাপানো রয়েছে। এটা উল্টা আকারেই ধরা দেবে বাঁহাতির কাছে।

১০. মাপার ফিতা নিয়ে কিছু মাপতে গেলে বাঁহাতিদের গলদঘর্ম হতে হয়।

১১. কম্পিউটারের মাউসটাকে একপাশ থেকে অন্যপাশে নেওয়াটাও বাঁহাতিদের জন্যে ব্যাপক ঝামেলার বিষয়।

১২. গাড়ি চালানোর সময় কফির কাপের ঢাকনাটা যখন খুলতে হবে, তখন বাঁহাতিরা বড়ই বিপাকে।

১৩. ব্যাংক বা কোনো অফিসে সুতা বা চেইনে আটকানো কলম দিয়ে লেখতে গেলে ভোগান্তির শেষ নাই।

১৪. পরিমাণ উল্লেখিত থাকে এমন কাপ বা মগে কিছু মাপতে গেলে।

১৫. ক্যানড খাবারের ঢাকনা যখন খুলতে যাবেন, তখন বুঝবেন বাঁহাতিদের সুবিধা করে তা বানানো হয় না।

সূত্র : হাফিংটন পোস্ট

আরও পড়ুন ::

Back to top button