স্বাস্থ্য

যেসব লক্ষণে বুঝবেন শিশুর জলশূন্যতা, কী করবেন?

যেসব লক্ষণে বুঝবেন শিশুর জলশূন্যতা, কী করবেন?

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বড়দের তুলনায় অনেক কম। এ জন্য একটু অসাবধনতার কারণে শিশুদের অসুখ করে। তাই ছোট শিশুদের বেশি যত্নের প্রযোজন।

শিশুর খাবার খাওয়া থেকে শুরু করে তার ওজন, সুস্থতার প্রতি নজর রাখতে হবে।

আসুন জেনে নিই যেসব লক্ষণে বুঝবেন শিশুর জলশূন্যতা-

১. শিশুর শরীরে জলের ঘাটতি হলে ঠোঁট ও মুখের চারপাশ শুকিয়ে যাবে।

২. জলশূন্যতার কারণে মাঝেমধ্যে হাত ও পা অস্বাভাবিক রকম ঠাণ্ডা বা গরম হতে পারে।

৩. শিশু কান্না করলে যদি তার চোখ দিয়ে জল না পড়ে, তা হলে বুঝতে হবে জলশূন্যতা।

৪. শিশুর শরীরে জলের ঘাটতি হলে প্রসাব গাঢ় হলুদ রঙের হয়।

৫. দিনের বেশিরভাগ সময়ই সে ঘুমিয়ে যায়। শিশুর মধ্যে এ রকম লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।

কী করবেন?

জলশূন্যতা রোধ করার জন্য খাবার স্যালাইন ও অন্যান্য তরল খাবার শিশুকে বারবার দিন। জল, ভাতের মাড়, চিড়ার জল, ডাবের জল, টক দই, ঘোল, ফলের রস ও লবণ গুড়ের শরবত খেতে দিতে হবে।

শরীর থেকে যে জল ও লবণ বের হয়ে যায় তা স্যালাইন পূরণ করে মাত্র, সঙ্গে অবশ্যই স্বাভাবিক খাবার দিতে হবে।

শিশুর বয়স ছয় মাসের কম হলে তাকে বারবার মায়ের দুধ খেতে দিন।

আরও পড়ুন ::

Back to top button