দঃ ২৪ পরগনা

এবার দক্ষিণ ২৪ পরগনা জেলায় ধরা পড়ল রেশনের প্যাকেট কেটে আটা বিক্রির রমরমা কারবার !

এবার দক্ষিণ ২৪ পরগনা জেলায় ধরা পড়ল রেশনের প্যাকেট কেটে আটা বিক্রির রমরমা কারবার !

 

নিজস্ব সংবাদদাতা :: দক্ষিণ ২৪ পরগনা , এবার গুরুতর অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর থানার অন্তর্গত আমতলায় । স্থানীয় বিজেপি নেতার অভিযোগ অভিষেক ব্যানার্জীর অফিসের পাশেই প্রায় ১০০ ফুটের মধ্যেই রমরমা করে চলছিল রেশনের আটার প্যাকেট কেটে বস্তা ভর্তি করে খোলা বাজারে বিক্রির কারবার।

এলাকার মানুষেরা গতকাল অভিযুক্তকে হাতেনাতে ধরার পর পুলিশে খবর দেয়। তারপর অনেক চাপ সৃষ্টি করার পরে অভিযুক্ত সুপ্রিয় মন্ডলকে পুলিশ গ্রেফতার করে। বিজেপি রাজ্য নেতা অভিজিৎ দাস বলেন এই লকডাউন এর ফলে বিপন্ন মানুষ খুঁজে বাঁচার পথ।। গরিব মানুষ একেবারেই দুস্থ ও অসহায় হয়ে পড়েছে।

প্রতিদিন চলছে সর্কারি রেসুলট এরপরেও বিভিন্ন জায়গায় রেশনের চাল চুরি করে বিক্রি করছে তৃণমূলের নেতারা। যেখানে মানুষ খেতে পারছে না সেখানে কেন্দ্রের পাঠানো সাধারণ গরিব মানুষের খাদ্য কেড়ে নিয়ে বিক্রি করে পয়সা কামাচ্ছে দিদির দল ।

আরও পড়ুন ::

Back to top button