রাজ্য

আমফান বিধ্বস্ত এলাকায় ডাহা ফেল রাজ্য। অন্যের দোষ দিয়ে কি হবে ?

আমফান বিধ্বস্ত এলাকায় ডাহা ফেল রাজ্য। অন্যের দোষ দিয়ে কি হবে ?

 

ওয়েবডেস্ক : আবহবিদরা বলেছিলেন, ঝড় আসছে। সাংঘাতিক ঝড়। যা কোনওকালে পশ্চিমবাংলা দেখেছে কিনা সন্দেহ। তা সত্ত্বেও অনেকে ভাবছিলেন, সাইক্লোন হয়তো শেষ মুহূর্তে মুখ ঘুরিয়ে চলে যাবে বাংলাদেশে।

অথবা আছড়ে পড়বে ওড়িশার কূলে। আমরা ঠিক বেঁচে যাব। হয়তো রাজ্য সরকারও এমনই ভাবছিল। সেজন্য ঠিকমতো প্রস্তুতি নেয়নি। না হলে ঝড়ের এক সপ্তাহ পরেও এই দুর্ভোগ কেন?

২৬ মে তারিখেও কলকাতা ও শহরতলির অনেক জায়গায় বিদ্যুৎ নেই, জল নেই, ফোনের লাইন গড়বড় করছে। এই গরমের মধ্যে জীবনধারণ করাই দুর্বিষহ হয়ে উঠেছে।

চতুর্দিকে দেখা দিয়েছে ক্ষোভ-বিক্ষোভ। যাঁরা নিতান্তই শান্তিপ্রিয় মানুষ, ঝুটঝামেলা সযত্নে এড়িয়ে চলেন, তাঁরাও পথে নেমেছেন। চলছে অবরোধ। কোথাও গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকে দেওয়া হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button