রাজ্য

তিন মাস কোনও আয় নেই সরকারের ,তাও নিয়মিত বেতন, পেনশন দিতে হচ্ছে: মুখ্যমন্ত্রী

তিন মাস কোনও আয় নেই সরকারের ,তাও নিয়মিত বেতন, পেনশন দিতে হচ্ছে: মুখ্যমন্ত্রী

 

ওয়েবডেস্ক :কলকাতা, করোনা ও আমফান, একসঙ্গে এই দুইয়ের মোকাবিলা করতে হচ্ছে বাংলাকে। তিন মাস সরকারের কোনও আয় নেই,তাও রাজ্যকে নিয়মিত বেতন, পেনশন দিতে হচ্ছে। শুক্রবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৫ জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষ্যে হরিশ পার্কে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তিন মাস ধরে সরকারের কোনও আয় নেই।

তাও রাজ্যকে নিয়মিত বেতন, পেনশন দিতে হচ্ছে। ৫৫ হাজার কোটি টাকার দেনা শোধ করতে হচ্ছে। সাংসদ তহবিলের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে।

তাও আমফানের পর ২৫ লক্ষ চাষীকে সাহায্য করা হয়েছে। ৫ লক্ষ গৃহহীনকে আর্থিক সাহায্য। প্রায় ১ লক্ষ পান বরজের মালিককে সাহায্য করা হয়েছে। পরিযায়ী শ্রমিকের ট্রেন-বাস ভাড়া দিয়েছি।

তিন মাস কোনও আয় নেই সরকারের ,তাও নিয়মিত বেতন, পেনশন দিতে হচ্ছে: মুখ্যমন্ত্রী

 

অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আশঙ্কা,’আমফান পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় যে টাকা কেন্দ্র পাঠিয়েছে, সেটা তৃণমূল নেতাদের পকেটে না চলে যায়।’

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের উদ্দেশ্যে বলেন,এটা রাজনীতি করার সময়। দুর্যোগ হলে রাজনীতি হিসেবে দেখবেন না। রাজনীতি না করে মানুষের সেবা করুন। ভয়ে ৩ মাস বাইরে কেউ বেরোননি। একমাত্র আমরাই নিয়মিত কাজ করে গেছি।

আমফানে বাংলায় সবুজ ধ্বংস হয়েছে,তাই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার এবং কলকাতা পৌরসংস্থার উদ্যোগে আয়োজিত ‘রি-গ্রিনিং কলকাতা’র শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সুত্র: কলকাতা24×7

আরও পড়ুন ::

Back to top button