দঃ ২৪ পরগনা

কাকদ্বীপে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ! পরিবারের সবাইকে ক্ষতিপূরণ দিলেন তৃণমূল পঞ্চায়েত প্রধান

কাকদ্বীপে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ! পরিবারের সবাইকে ক্ষতিপূরণ দিলেন তৃণমূল পঞ্চায়েত প্রধান

রথীন দাস, নিজস্ব প্রতিনিধি :: আমফান ক্ষতির সরকারি টাকা নিজের পুরো পরিবারের সবাইকে দিলেন তৃণমূল পঞ্চায়েত প্রধান। এমনটাই অভিযোগ সাধারণ মানুষের। ২০ হাজার টাকা করে নিজের পুরো পরিবারকে পাইয়ে দিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান অভিযোগ এমনটাই। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বিডিও অফিস। আমফান ঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষদের ক্ষতিপূরণের সরকারী টাকা মানুষকে না দিয়ে নিজের পরিবারের সব সদস্যকে দিলেন পঞ্চায়েত প্রধান চম্পা বৈরাগী। সাধারণ মানুষ আর বিরোধীদের অভিযোগ এমনটাই।

পঞ্চায়েতে এসেছে আমফান ক্ষতিপূরণের টাকা। আর লিস্ট দেখে হতবাক সবাই। সাধারণ মানুষের অভিযোগ, পঞ্চায়েত প্রধান তাঁর আত্মীয় স্বজন ও চেনাশোনা নিয়ে মোট ১৫ জনকে আমফান ত্রাণের টাকা পাইয়ে দিয়েছেন। প্রশাসনের দায়িত্বে থাকা কাকদ্বীপের নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতি চম্পা বৈরাগী নিজের স্বামী পলাশ বৈরাগী, মেয়ে প্রিয়াঙ্কা বৈরাগী, পিয়ালী বৈরাগী, ভাই নকুল মন্ডল, সপ্তর্ষি মন্ডল, সহদেব মন্ডল, ভাইপো সুভায়ু মন্ডল, ভাইপোর বৌ সোমাশ্রী মন্ডল, আল্পনা মন্ডল, সবাইকেই দিয়েছেন আমফান ক্ষতির টাকা। এমনটাই অভিযোগ।

অভিযোগ তুলে বিক্ষোভ শুরু হয়েছে পঞ্চায়েতে। সাধারণ মানুষের পাশাপাশি বিক্ষোভে সামিল তৃণমূলের কর্মী সমর্থকরাও। “ক্ষতিপূরণের টাকা নিজেই নিলেন অন্তত নিজের দলের (তৃণমুল) দু:স্থ ক্ষতিগ্রস্থ মানুষদের দিলেও কিছু বলার থাকত না”; বলছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। তবে, সব অভিযোগ অস্বীকার করেছেন কাকদ্বীপের নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতি চম্পা বৈরাগী। এ বিষয়ে তৃণমূল নেত্রী চম্পা বৈরাগী বলেছেন “বিরোধীদের চক্রান্ত; ক্ষতিগ্রস্থদেরই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে”;।

আরও পড়ুন ::

Back to top button