প্রযুক্তি

TikTok তথ্যের গোপনীয়তাকে গুরুত্ব দেয়, ভারতীয়দের কোনো তথ্য পাচার হয়নি বিদেশে : TikTok India প্রধান নিখিল গান্ধী

TikTok তথ্যের গোপনীয়তাকে গুরুত্ব দেয়, ভারতীয়দের কোনো তথ্য পাচার হয়নি বিদেশে : TikTok India প্রধান নিখিল গান্ধী

 

ওয়েবডেস্ক :: সোশ্যাল মিডিয়ায় টিকটক ভিডিও-র ছড়াছড়ি। টিকটক স্টারের সংখ্যাও নেহাত কম নয়। সোমবার থেকে অবশ্য ভারতে টিকটক নিষিদ্ধ হয়ে গেল। নিষিদ্ধ হয়ে গেল শেয়ার ইট-ইউসি ব্রাউজার-উই চ্যাট-বিউটি প্লাসের মতো অ্যাপও।

লাদাখ সীমান্তের সংঘাতের মাঝেই ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। সোমবার চিনা অ্যাপে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি জারি করে তথ্যপ্রযুক্তি

মন্ত্রক। তথ্যপ্রযুক্তি আইনের 69A ধারা ব্যবহার করে অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সুরক্ষার প্রশ্নে বিপজ্জনক এই চিনা অ্যাপগুলি।

টিকটক ইন্ডিয়ার প্রধান নিখিল গান্ধি অবশ্য জানিয়েছেন, ” ভারত সরকারের নির্দেশ মানার প্রক্রিয়া শুরু করেছি। আমাদের অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আমাদের সংস্থা তথ্যের গোপনীয়তাকে গুরুত্ব দেয়। ভারতীয়দের তথ্য বিদেশে পাচার হয়নি। চিনা সরকারকেও তথ্য দেওয়া হয়নি। ১৪টি ভারতীয় ভাষায় এই অ্যাপ রয়েছে। অ্যাপের উপর নির্ভরশীল অনেক তারকা । ”

সুত্র: News18

আরও পড়ুন ::

Back to top button