বিনোদন

সুশান্তের মৃত্যুর তদন্তে টানা ৭ ঘণ্টা জেরা অভিনেত্রী সঞ্জনাকে, এবার পালা শেখর কাপুরের

সুশান্তের মৃত্যুর তদন্তে টানা ৭ ঘণ্টা জেরা অভিনেত্রী সঞ্জনাকে, এবার পালা শেখর কাপুরের

ওয়েবডেস্ক :: সুশান্তের মৃত্যু তদন্তে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে পরিচালক শেখর কাপুরের৷ মনে করছে মুম্বই পুলিশ৷ কারণ তাঁর সঙ্গে সুশান্তের কাজ করার কথা ছিল পানি ছবিতে৷ তবে সেই ছবির কাজ শুরুই হয়নি৷ তার আগেই সেটা অন্ধকারে চলে গিয়েছিল৷ সেই নিয়ে দুঃখপ্রকাশ করেছিলেন পরিচালক শেখর কাপুর৷ এই নিয়ে সুশান্তের মৃত্যুর পরই তিনি ট্যুইটও লিখেছিলেন৷ তাই তাঁকে জেরা করলে কিছু তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছে পুলিশ৷

সুশান্তের শেষ ছবির অভিনেত্রী সঞ্জনা সাংঘিকে টানা ৭ ঘণ্টারও বেশি সময় জেরা করে বান্দ্রা থানার পুলিশ৷ তাঁদের ছবি দিল বেচারা মুক্তি পাবে ২৪ জুলাই ডিজনি হটস্টারে৷ সঞ্জনার বয়ান রেকর্ডের পর পালা শেখর কাপুরের৷

যশরাজ ফিল্মসের সঙ্গে সুশান্তের কী চুক্তি হয়েছিল বা কাজের জন্যই বা কোথাও কোনও মতবিরোধ হয়েছিল কিনা, সেই সব শেখরের থেকে জানতে চাইবে পুলিশ৷ কারণ পনি ছবিটিরও প্রযোজক ছিল যশরাজ৷ এই ছবি নিয়ে খুবই আশাবাদী ছিলেন সুশান্ত ও শেখর কাপুর৷ পরবর্তীতে পরিচালকের সঙ্গে কিছু সমস্যায় পুরোপুরি বন্ধ হয় ছবিটি৷

৩টি ছবির জন্য সুশান্তের সঙ্গে চুক্তি হয় যশরাজ ফিল্মসের৷ চুক্তি অনুযায়ী প্রথম ছবির জন্য অভিনেতাকে দেওয়ার কথা ছিল ৩০ লক্ষ টাকা৷ দ্বিতীয় ছবির জন্য ৬০ লক্ষ টাকা এবং তৃতীয় ছবির জন্য তাঁর প্রাপ্য ছিল ১ কোটি টাকা৷ সেই মতো প্রথম ছবি সুদ্ধ দেশি রোম্যান্সের জন্য সুশান্ত পেয়েছিলেন ৩০ লক্ষ টাকা৷ এরপর ২০১৫-এ ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সি ছবির জন্যই সুশান্ত পেয়েছিলেন ১ কোটি টাকা৷ এবং শেষ ছবিটি ছিল শেখর কাপুরের পানি৷ কিন্তু তাতেই সমস্যা তৈরি হয়৷ ২০১৫-এ যশরাজের সঙ্গে চুক্তি ভাঙেন সুশান্ত৷

সুশান্তের দিদি মিতু ও জামাইবাবু এবং বন্ধু মহেশ শেট্টিও দেখা করেছেন পুলিশের সঙ্গে৷

সুত্র : নিউজ১৮

আরও পড়ুন ::

Back to top button