বিনোদন

বিহারের পূর্ণিয়া জেলার রাস্তার নাম রাখা হল সুশান্ত সিং রাজপুতের নামে

বিহারের পূর্ণিয়া জেলার রাস্তার নাম রাখা হল সুশান্ত সিং রাজপুতের নামে - West Bengal News 24

 

ওয়েবডেস্ক :: রাস্তার নাম দেওয়া হল সুশান্তের নামে। তাঁর জন্মস্থান বিহারের পূর্ণিয়ার জেলায় একটি রাস্তা ও ক্রসিংয়ের নাম বদলে করা হল ‘‌সুশান্ত সিং রাজপূত চৌক’। সিদ্ধান্ত নিল প্রশাসন।

আরও পড়ুন : গত ১০০ বছরে এতবড় আর্থিক অবনতি ঘটেনি, বললেন RBI গভর্নর

প্রায় একমাস হতে চলল সুশান্তের মৃত্যুর। এখনও তাঁর আত্মহত্যার ঘটনা সকলকে নাড়া দিচ্ছে। ভুলতে পারছে না কেউ। সেই হাসিমুখ, সেই দুর্দান্ত অভিনয়, সেই প্রতিভা। আর তার স্মরণেই পূর্ণিয়া জেলার ক্রসিং ‘‌ফোর্ড কম্পানি চৌক’‌-এর নাম বদলে রাখা হল ‘‌সুশান্ত সিং রাজপুত চৌক’।

রাস্তাটির নাম হল ‘‌সুশান্ত সিং রাজপুত পাথ’। গোটা কার্যক্রমের বিভিন্ন ছবি ও একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গিয়েছে।

 

 

সুত্র: আজকাল.in

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য