রাজ্য

‘আমরা রাজ্যপালের চাকর নই’, তীব্র ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

'আমরা রাজ্যপালের চাকর নই', তীব্র ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

 

ওয়েবডেস্ক : রাজ্যপাল জগদীপ ধনকড়ের লাগাতার আক্রমণের মুখে পড়ে এবার মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে তিনি বললেন, ‘এবার একটু বাড়াবাড়ি করে ফেলছেন রাজ্যপাল। আমরা ওনার চাকর নই।’ কলেজ-বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা তাঁর ডাকা ভার্চুয়াল বৈঠকে যোগ না দেওয়ায় রাজ্য সরকারকে দুষেছেন রাজ্যপাল।

বৃহস্পতিবারও বাংলার শিক্ষাব্যবস্থা নিয়ে ফের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। রাজ্যপালের দাবি, ‘উপাচার্যদের সঙ্গে বৈঠকের কথা বললেও শোনেনি রাজ্য। তাঁর মতে দেশের কোনও রাজ্যে এমন পরিস্থিতি নয়। ধনকড় বলেন, ‘গত ১৫ জানুয়ারি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখি। কী করে এমন সিদ্ধান্ত নিতে পারে রাজ্য প্রশাসন, প্রশ্ন তুলি চিঠিতে।

আরও পড়ুন : একই দড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দুই বান্ধবীর দেহ, রহস্যমৃত্যু !

তাঁর অভিযোগ, ‘৬ মাস পরেও মুখ্যমন্ত্রী উত্তর দেওয়ার সময় পাননি।’ অভিযোগ উড়িয়ে মুখ্যমন্ত্রীর জবাব, ‘আমরা রাজ্যপালের চাকর নই। রাজ্যপাল পদের মর্যাদা আমরা জানি। তবে রাজ্যপালের উচিত নির্বাচিত প্রতিনিধিদেরও ন্যূনতম সম্মান করা।’

এরপরই ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘একটা বিষয় নিয়ে কতবার কথা বলা যায় বলুন তো? গতকালই আমার সঙ্গে ফোনে রাজ্যপালের কথা হয়েছে। প্রশাসনের পদাধিকারীরা বারবার গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন। আলোচনা করেছেন। আমরা সারাদিন ধরে কাজ করব নাকি ওঁর সঙ্গে কথা বলব!’

এদিকে হেমতাবাদের বিজেপি বিধায়কের মৃত্যুকে ‘রাজনৈতিক খুন’ বলে চিহ্নিত করেছেন রাজ্যপাল। এর জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘হয় রাজ্যপালকে প্রমাণ করতে হবে, না হলে ওঁকে পদ ছাড়তে হবে। আমরা সিআইডি তদন্ত করতে বলেছি। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, এটা আত্মহত্যা।’

আরও পড়ুন : “হাত পা নাই নাকি তোদের, বেরিয়ে পা গুলো ভেঙ্গে দিলি না : অনুব্রত

 

 

 

সুত্র: কলকাতা24×7

আরও পড়ুন ::

Back to top button