ঝাড়গ্রাম

রাজ্যে রাষ্ট্রপতি শাসন নয়, সাধারণ মানুষই সরকার বিসর্জন দিক: দিলীপ ঘোষ

রাজ্যে রাষ্ট্রপতি শাসন নয়, সাধারণ মানুষই সরকার বিসর্জন দিক: দিলীপ ঘোষ

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: নৈতিক দিক থেকে রাজ্যে রাষ্ট্রপতির শাসন চান না দিলীপ ঘোষ। শুক্রবার ঝাড়গ্রামে সাংবাদিকদের এমন কথা জানালেন বিজেপি-র রাজ্য সভাপতি। দিলীপবাবু বলেন, ‘‘সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত সরকার। বিসর্জন দিতে হলে সাধারণ মানুষই বিসর্জন দিন।’’

রাজ্যে রাষ্ট্রপতি শাসন নয়, সাধারণ মানুষই সরকার বিসর্জন দিক: দিলীপ ঘোষ

তবে দিলীপবাবু বলেন, ‘‘এ রাজ্যে মৃত্যুর মিছিল চলেছে। একজন নির্বাচিত বিধায়কও এখানে সুরক্ষিত নন। এই সরকার যতদিন থাকবে, মানুষের জীবনহানি ঘটবে। বাংলার আইনশৃঙ্খলা ও সংস্কৃতি বিনষ্ট হবে। আইনশৃঙ্খলা থেকে নৈতিকতা নষ্ট হচ্ছে। সেই কারণে রাষ্ট্রপতিকে সরকার অপসারণের কথা বলা হয়েছে।’’

আরও পড়ুন : বাধা ঠেলে উচ্চ মাধ্যমিকে মনের জোরে ‘সব্যসাচী’ সন্দীপন

এদিন বিকেলে ঝাড়গ্রাম শহরে দলের জেলা কার্যালয়ে দলীয় কর্মসূচিতে এসেছিলেন দিলীপবাবু। মুখে মাস্ক পরে খোসমেজাজে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। জেলা প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত বলেও মন্তব্য করেন দিলীপবাবু। এদিন তিনি আরও বলেন, ‘‘উন্নয়নের কাজে প্রশাসনের সহযোগিতা না পেলে আমাদের রাস্তায় বসতে হয়। কিন্তু সেই পরিস্থিতি যেন না আসে।’’

আরও পড়ুন ::

Back to top button