জানা-অজানা

প্রেমিকের সঙ্গে ঝগড়া করে ৭ বছর ট্রাক চালাচ্ছেন এই নারী!

প্রেমিকের সঙ্গে ঝগড়া করে ৭ বছর ট্রাক চালাচ্ছেন এই নারী!

 

ওয়েবডেস্ক : নারীদের সাধারণত ট্রাক চালাতে দেখা যায় না। কারণ সড়ক পরিবহনগুলোর মধ্যে ট্রাক চালানো সবচেয়ে কঠিন! জাপানের এক নারী এই ঝুঁকিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে পাড়ি দিচ্ছেন মাইলের পর মাইল। এরই মধ্যে বিশ্বজুড়ে তাকে নিয়ে হচ্ছে নানা আলোচনা।

নারী ট্রাক চালকটির নাম রিনো সাসাকি। ২৮ বছর বয়সি এই নারী ইতোমধ্যে কোনো দুর্ঘটনা ছাড়াই পাড়ি দিয়েছেন দুই লাখ কিলোমিটার। পেয়েছেন জাপানের প্রথম নারী ট্রাক চালকের খেতাব।

সেই সঙ্গে আরো একটি খেতাব পেয়েছেন রিনো। তিনি বিবেচিত হচ্ছেন, পৃথিবীর সবচেয়ে সুন্দরী ট্রাক চালক হিসেবে। নারী হয়ে ট্রাক চালানোর মতো একটি সাহসী পেশা বেছে নেয়ার জন্য প্রচুর প্রশংসাও তিনি পাচ্ছেন।

আরও পড়ুন : কোন কোন দেশে রেল চলে না

তবে এই পেশায় আসার ইচ্ছা ছিল না তার। তাকে তার প্রেমিক চাকরির প্রলোভন দেখিয়ে বেকার বসিয়ে রাখে বেশ কয়েকমাস। হঠাৎ করে একসময় তার বাবা অসুস্থ হয়ে পড়লে প্রেমিকের আশা ছেড়ে বাধ্য হয়ে এই পেশা তিনি বেছে নেন।

এনিয়ে প্রেমিকের সঙ্গে তার ঝগড়া ও বিচ্ছেদ হয়। প্রথমদিকে খারাপ লাগলেও ধীরে ধীরে পেশার প্রতি ভালোলাগা তৈরি হয়। গত সাত বছর ধরে ট্রাক চালাচ্ছেন।

 

আরও পড়ুন : মহাকাশে মারা গেলে মৃতদেহ কি করা হয়?

আরও পড়ুন ::

Back to top button