ঝাড়গ্রাম

ঝাড়গ্রামে সবুজের সৌন্দর্য ফেরাতে উদ্যোগী পুরসভা

ঝাড়গ্রামে সবুজের সৌন্দর্য ফেরাতে উদ্যোগী পুরসভা

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম পুরসভার উদ্যোগে শুক্রবার ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাঙ্গণে নানা ধরনের কয়েকশো গাছের চারা রোপণ করা হল। এদিন ওই কর্মসূচিতে ছিলেন মহকুমাশাসক (ঝাড়গ্রাম সদর) তথা পুর-প্রশাসক সুবর্ণ রায়,ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী বেদপুরুষানন্দ, ঝাড়গ্রামের এডিএফও দীপক মণ্ডল সহ বিশিষ্টজনেরা।

পুর-প্রশাসক সুবর্ণ রায় জানালেন, ঝাড়গ্রাম শহরকে সবুজে ভরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে পুরসভা। এর আগে নব নির্মীয়মান জেলা কালেক্টরেট চত্বরে কয়েকশো গাছের চারা রোপণ করা হয়েছে।

ঝাড়গ্রামে সবুজের সৌন্দর্য ফেরাতে উদ্যোগী পুরসভা

 

এদিন মিশন প্রাঙ্গণেও ঝাড়গ্রাম বন বিভাগ ও ঝাড়গ্রাম পুরসভার সহযোগিতায় শাল, মহুয়া, বকুল, দেবদারু ও নারকেল গাছের চারা রোপণ করা হয়েছে। মিশন চত্বরে মোট দু’শো গাছের চারা লাগানো হবে বলে জানান পুর-প্রশাসক।

[ আরও পড়ুন : জঙ্গলমহলের দায়িত্বে শুভেন্দুকে না ফেরানোয় ফেসবুকে অনুগামীদের ক্ষোভ ]

এক সময় ঝাড়গ্রাম শহর ছিল ঘন জঙ্গলে ঘেরা। নগরায়নের ফলে বহু গাছ কাটা হয়েছে। রেলের তৃতীয় লাইন বসানোর জন্যও কয়েক হাজার গাছ কাটতে হয়েছে।

 

ঝাড়গ্রামের সৌন্দর্যের অন্যতম অনুষঙ্গ হল দীর্ঘ ঘন সবুজ শাল গাছ। এবার সেই শাল গাছের পাশাপাশি, সবুজের সৌন্দর্য ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে পুরসভা।

 

আরও পড়ুন ::

Back to top button