ঝাড়গ্রাম

মন্ত্রীর পাঠানো বই পেল মাধ্যমিকের কৃতী মন্দিরা

মন্ত্রীর পাঠানো বই পেল মাধ্যমিকের কৃতী মন্দিরা

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: মাধ্যমিকে কৃতী এক আদিবাসী ছাত্রীর হাতে মন্ত্রী শুভেন্দু অধিকারীর পাঠানো পাঠ্যবই তুলে দেওয়া হল। সোমবার জামবনি ব্লকের গিধনি পঞ্চায়েতের চারিচাকা গ্রামে মন্দিরা মুর্মু নামে ওই ছাত্রীর হাতে একাদশ ও দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের যাবতীয় বই তুলে দেন তৃণমূল কর্মীরা।

ওই কর্মসূচিতে ছিলেন মন্ত্রী শুভেন্দুর প্রতিনিধি সমাজসেবী স্নেহাশিস ভকত সহ তৃণমূলের কয়েকজন কর্মী। দরিদ্র চাষি পরিবারের মন্দিরা এবার গিধনি এলোকেশী হাইস্কুল থেকে ৬৫১ পেয়ে মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে। বই পেয়ে মন্দিরা শুভেন্দু অধিকারীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। স্নেহাশিস বলেন, ‘‘শুভেন্দুদা জঙ্গলমহলের মানুষের জন্য দীর্ঘদিন ধরে সামাজিক কাজ করছেন। এদিন তাঁর পাঠানো বই মন্দিরার হাতে তুলে দেওয়া হয়েছে।’’

[ আরও পড়ুন : রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতোকে সংবর্ধনা দিলেন লালগড় ব্লক তৃণমূলের নেতারা ]

 

আরও পড়ুন ::

Back to top button