বিনোদন

‘রিয়াকে কি ভালবাসেন’, প্রশ্ন শুনতেই কী প্রতিক্রিয়া দিয়েছিলেন সুশান্ত, ভাইরাল ভিডিও

'রিয়াকে কি ভালবাসেন', প্রশ্ন শুনতেই কী প্রতিক্রিয়া দিয়েছিলেন সুশান্ত, ভাইরাল ভিডিও

একাধিক অভিযোগ, নানা মন্তব্য, কটাক্ষের তির, অবশেষে নিজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে বিচার চেয়েছিলেন রিয়া চক্রবর্তী। সাদা সালোওয়ার কামিজ পরে, কাঁদো কাঁদো চেহারা নিয়ে জানালেন নিজের বক্তব্য। সাদা পোশাকে, চোখে ভর্তি জল নিয়ে কোথা থেকে এই ভিডিও করেছেন সেই নিয়ে প্রশ্ন উঠেছিল নেটমহলে।

এবার সেসব প্রশ্ন বদলেছে মিম কনটেন্টে। ভারচ্যুয়ালি জনসমক্ষে এসে নিজের বিপদ বাড়িয়ে ফেলেছেন রিয়া। প্রশ্ন, অভিযোগ, চরিত্রে কুমন্তব্য, নানা বিষয় জর্জরিত হয়ে গিয়েছে রিয়ার জীবন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই তাঁকে নিয়ে চলছে নানা কাটাছেঁড়া। অভিযোগের আঙুল ওঠার পাশাপাশি তিনি এখন মিম ক্যুইন।

ভিডিওটি পোস্ট করেছিলেন এক অজ্ঞাত জায়গা থেকে। যেখানে রিয়া জানিয়েছেন, “আমার ঐশ্বর এবং আইন ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা আছে। আমি বিশ্বাস করি আমি বিটার পাবোই। আমার বিরুদ্ধে সাংঘাতিক মন্তব্য করে চলেছে ইলেক্ট্রনিক সংবাদমাধ্যম।” আইনজীবীর পরামর্শে অনুযায়ী তিনি এ বিষয় কোনও মন্তব্য করতে চাননি।

[ আরও পড়ুন : ‘‌যদি আমি সুশান্তকে আগলে রাখতাম, ও ঠিক বেঁচে থাকত : অঙ্কিতা ]

সত্যমেব জয়তে বলেই শেষ করেন ভিডিও। আইন এবং ঈশ্বরের প্রতি রিয়ার আস্থা থাকলেও তাঁর প্রতি কারও কোনও আস্থা নেই আর। তাঁকে সাদা পোশাক এবং কাঁদো কাঁদো চেহারায় আরও যেন আরও চটেছে নেটদুনিয়া। শুরু হয়েছে মিম তৈরি। রিয়ার বিরুদ্ধে আসা ‘গেল্ড ডিগার’র তকমাতেও চলছে ঠাট্টা। এক বছরে সুশান্তের কোটি কোটি টাকা ব্যয় হয়েছে তাঁর পিছনে।


রিয়াকে ইতিমধ্যেই ‘রিয়া চিটফান্ড’ হিসাবে সম্বোধন করা হয়েছে। তাঁর গ্ল্যামারাস ছবি এবং সাদা পোশাক পরা এই ভিডিওর ছবি পাশাপাশি রেখে তৈরি করা হয়েছে নানা মিম। মিমের বিষয়, প্রেমিকের ক্রেডিট কার্ডে জীবন যাপন করার সময় রিয়ার গ্ল্যামারাস চেহারার মত অবস্থা থাকে এবং প্রেমিকের ক্রেডিট কার্ড হাতছাড়া হওয়ার পর সাদা পোশাক পরে গরিব অবস্থা হয়। এছাড়াও তাঁর ছবির সঙ্গে সুস্মিতা সেন, বিপাশা বসু এবং রানি মুখোপাধ্যায়ের ছবির সঙ্গে এডিট করে লেখা হয়েছে তাঁরা বাঙালির গর্ব এবং রিয়া বাঙালির লজ্জা।

[ আরও পড়ুন : সন্ধান মিলছে না রিয়ার, খুঁজে বার করার চেষ্টা চলছে : বিহার পুলিশ ]

 

 

 

সূত্র : Asianet বাংলা

আরও পড়ুন ::

Back to top button