রাজ্য

করোনা পরীক্ষার নামে প্রতারণা চক্রে পা দেবেন না : মুখ্যমন্ত্রী

করোনা পরীক্ষার নামে প্রতারণা চক্রে পা দেবেন না : মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার নবান্ন থেকে করোনা পরিস্থিতি নিয়ে একাধিক তথ্য দেওয়ার পাশাপাশি এদিন করোনা পরীক্ষার নামে প্রতারণা করছে যে চক্রগুলি তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈধ কাগজ পত্র ছাড়া কেউ যদি নিজেকে কোনও ল্যবরেটরি অথবা হাসপাতালের এজেন্ট বলে দাবি করে নমুনা সংগ্রহের চেষ্টা করেন বা টাকা চান,

সেক্ষেত্রে সর্তকভাবে সকলকে পদক্ষেপ নিতে বলেন তিনি। ” আতঙ্কের কারণে কোনওভাবেই কেউ প্রতারণা চক্রে পা দেবেন না”, এদিন বারবার রাজ্যবাসীর উদ্দেশ্যে একথাই বললেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শও দেন তিনি।পাশাপাশি এদিন টেলি-মেডিসিন প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে,

[ আরও পড়ুন : ‘যতটা পিঠে সহ্য হয় পেটান, সব ফিরিয়ে দেব, হুঁশিয়ারি দিলীপের ]

ওই বিভাগে বর্তমানে সাংবাদিকতা ও গণজ্ঞাপন ও সাইকোলজি বিভাগের পড়ুয়ারা কাজ করছেন। টোল ফ্রি নম্বরে ফোন করা হলে প্রথমে তাঁরাই রোগীর বা তাঁদের পরিবারের সঙ্গে কথা বলছেন। এরপর পরিস্থিতি বুঝে তারা ডাক্তারদের রোগীর পরিস্থিতি জানাচ্ছেন।

 

 

সুত্র: প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button