পূর্ব মেদিনীপুর

ফের করোনার কামড় তৃণমূলে, প্রয়াত এগরার বিধায়ক

ফের করোনার কামড় তৃণমূলে, প্রয়াত এগরার বিধায়ক
সমরেশ দাস

লাফিয়ে বাড়ছে করোনা। বাংলায় দৈনিক সংক্রমণের হার ৩ হাজারের বেশি। গোটা পরিস্থিতি দিনে দিনে বেপরোয়া হয়ে উচ্ছে, তার প্রমাণ মিলছে জনপ্রতিনিধিদের মধ্যে করোনা সংক্রমণের হার। শাসক-বিরোধী বিধায়করা আক্রান্ত হচ্ছেন। এবার করোনা আক্রান্ত হয়ে আরও এক বিধায়কের মৃত্যু হল রাজ্যে।

পরিবার সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরের এগরার তৃণমূল বিধায়ক বছর ৭৪-এর সমরেশ দাস গত ১৮ জুলাই করোনা আক্রান্ত হন। প্রথমে তাঁকে পাঁশকুড়ার বড়মা হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর ২৪ জুলাই কলকাতার আমরি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়।

[ আরও পড়ুন : ‘ইনজেকশন দিয়ে চুপ করিয়ে দেব’, জিয়া খানের মা’কে হুমকি মহেশ ভাট’র ]

আজ ভোরে তাঁর মৃত্যু হয়েছে। এগরা বিধানসভা কেন্দ্র থেকে পরপর ৫ বার জয়ী হয়েছিলেন সমরেশ দাস। প্রথমে ছিলেন বাম বিধায়ক। পরে তৃণমূলে যোগ দেন। এর আগে দক্ষিণ ২৪ পরগনার ফলতার তৃণমূল বিধায়ক কালীঘাটের বাসিন্দা তমোনাশ ঘোষের মৃত্যু হয়।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, বিধায়ক সমরেশ দাসের মৃত্যুতে রাজনৈতিক জগতে শূন্যতার সৃষ্টি হল। তাঁর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তাঁর পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

অন্যদিকে করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দাপুটে তৃণমূল কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কয়েকদিন ধরে কাশির সমস্যায় ভুগছিলেন তিনি। গতকাল করোনা রিপোর্ট পজিটিভ এসেছে তাঁর। আপাতত হোম আইসোলেশন রয়েছেন তিনি। পরিস্থিতি বুঝে হাসপাতালে ভর্তি হবেন বলে জানিয়েছেন কৃষ্ণেন্দু।

[ আরও পড়ুন : ফের উঠল প্রশ্ন, মোদী কেন কোয়ারানটিনে থাকছেন না?’ ]

 

সুত্র: আজ বিকেল

আরও পড়ুন ::

Back to top button