রাজ্য

সেপ্টেম্বর মাসেও রাজ্যে কয়েকদিন লকডাউন, জেনে নিন কবে ?

সেপ্টেম্বর মাসেও রাজ্যে কয়েকদিন লকডাউন, জেনে নিন কবে ?

অগাস্ট মাসের লকডাউনের তারিখ বারবার বদল করেও শেষ পর্যন্ত রাজ্যে বেশ কয়েকদিন লকডাউন পালিত হয়েছে। তাই শেষ প‌র্যন্ত করোনা সংক্রমণের চেন ব্রেক করতে লকডাউনের রাস্তাতেই হাঁটছে রাজ্য সরকার। এদিন নবান্নে সংবাদমাধ্যমের সামনে এসে মুখ্যমন্ত্রী তেমনইটাই জানালেন।

পশ্চিমবঙ্গে শেষ কয়েকদিন করোনা সংক্রমণের পরিমাণ কমলেও এখনও রোজ প্রায় তিন হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি, বেড়েছে সুস্থতার হারও। সেই ভিত্তিতেই পরিস্থিতি আরও উন্নত করতে লকডাউনের দিন আরও কিছুটা বাড়িয়ে দিতে চাইছে রাজ্য সরকার।

তাই বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দেন, সেপ্টেম্বরের ২০ তারিখ পর্যন্ত রাজ্যে স্কুল কলেজ কিছুই খুলবে না। যেভাবে মাঝে কয়েকদিন লকডাউন চলেছে অগাস্ট মাসে, সেভাবেই সেপ্টেম্বরের ২০ তারিখ পর্যন্ত চলবে।

[ আরও পড়ুন : ‘বিশ্বের দ্রুততম মানব ক্যালকুলেটর’ হিসেবে সীকৃতি পেলেন ভারতীয় যুবক ]

এরপরেই সেপ্টেম্বর মাসে বিশেষ কয়েকটি দিনে লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগে তালিকায় ৩ ও ৪ সেপ্টেম্বর-সহ বেশ কয়েকদিন লকডাউনের কথা ছিল। কিন্তু পরে তালিকা থেকে ৩,‌৪ সেপ্টেম্বর বাদ রাখা হয়, কারণ, সেইদিন কেন্দ্রীয় সরকার জয়েন্ট পরীক্ষা রেখেছে। সেই কারণেই সেপ্টেম্বরের ৭,১১,১২ তারিখ নতুন করে সম্পূর্ণ লকডাউনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

সম্পূর্ণ লকডাউনে যেভাবে অগাস্ট মাসে গোটা রাজ্যের সমস্ত কিছুই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবারেও তাই হবে। তবে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে রাজ্য সরকার। সেক্ষেত্রে রাজ্যের পরের ক্যাবিনেট মিটিং বসবে ১৭ সেপ্টেম্বর। সেইদিন সংক্রমণের পরিমাণ ও হার দেখে সিদ্ধান্ত নেওয়া হবে যে পরবর্তীকালে কীভাবে লকডাউন চলবে না, উঠে যাবে। এছাড়াও এদিন মেট্রো ও ট্রেন চালানোর বিষয়ে মত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, সামাজিক দূরত্ববিধি মেনে যদি মেট্রো চলতে পারে, তাহলে কোনও অসুবিধা নেই। আবার এক চতুর্থাংশ লোকাল ট্রেন চালালেও রাজ্যের কোনও অসুবিধা নেই বলে জানান মমতা। তবে সেক্ষেত্রে রেল যেন রাজ্যের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়, সেটাই জানিয়েছেন তিনি।

 

সুত্র: News18

আরও পড়ুন ::

Back to top button