প্রযুক্তি

ইনস্টাগ্রাম থেকে ছবি ডাউনলোড করবেন যেভাবে

ইনস্টাগ্রাম থেকে ছবি ডাউনলোড করবেন যেভাবে

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম থেকে ছবি ডাউনলোড করা বেশ কষ্টসাধ্য। স্ক্রিনশট নিলেও মান ভালো থাকে না। ছবির রেজুলেশন কমে যায়। এসব সমস্যা এড়াতে যেভাবে ইনস্টাগ্রাম থেকে ছবি ডাউনলোড করবেন তা জেনে নেয়া ভালো।

যেভাবে নিজের ছবি সেভ করবেনঃ

১. আপলোড করা ছবি সেভের ক্ষেত্রে প্রথমে প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলের উপরে ডানে থাকা হ্যামবার্গার মেনুতে ক্লিক করতে হবে।

২. এরপর ‘Settings’ অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করলে ‘Account’ অপশন আসবে।

৩. এবার ‘Original Posts’ এ ক্লিক করতে হবে। আইফোনের ক্ষেত্রে অপশনটির নাম হবে ‘Original Photos’।

আরও পড়ুন : ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য এল নতুন মেসেজিং অ্যাপ

৪. নতুন পেইজে ‘Save Original Posts’ অপশনটি দেখা যাবে। এর পাশে থাকা টগল বাটনটি অন করলে ইনস্টাগ্রামে আপলোড করা সব ছবি স্বয়ংক্রিয়ভাবে ফোনের গ্যালারিতে সেইভ হবে।

অন্যের ছবি সেভ করার উপায়ঃ

১. ইনস্টাগ্রামের যে ছবি সেভ করতে চান সেটার ডান দিকে থাকা বুকমার্ক আইকনে ক্লিক করতে হবে। সেইভ হয়েছে কিনা তা দেখতে নিজের প্রোফাইলে যেতে হবে।

২. এরপর হ্যামবার্গার মেনুতে গিয়ে ‘Saved’ অপশনটিতে ক্লিক করতে হবে। নতুন পেইজ এলে সেভ হওয়া ছবিগুলো দেখা যাবে।

 

আরও পড়ুন ::

Back to top button