ঝাড়গ্রাম

লালগড়ের করোনা যোদ্ধাদের কুর্নিশ

লালগড়ের করোনা যোদ্ধাদের কুর্নিশ

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: করোনা যোদ্ধাদের সম্মান জানাল বিনপুর-১ ব্লক তৃণমূল। বুধবার ব্লক সদর লালগড়ে পঞ্চায়েত সমিতির সভাঘরে ওই সম্মান প্রদান অনুষ্ঠান হয়।

ব্লকের ১৩০ জন আশাকর্মীর হাতে শংসাপত্র ও স্বাস্থ্যবিধির কিট তুলে দেন ব্লক তৃণমূলের সভাপতি শ্যামল মাহাতো, রাজ্য সমাজকল্যাণ পর্ষদের সদস্যা নিয়তি মাহাতো, পঞ্চায়েত সমিতির সভাপতি পরিতোষ মণ্ডল। শ্যামল বলেন, ‘‘করোনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আশাকর্মীরা অক্লান্তভাবে কাজ করছেন।

তাই এই করোনা যোদ্ধাদের সম্মান জানাতে এমন উদ্যোগ নেওয়া হয়। জনসাধারণের কমিটির প্রাক্তন নেতা ছত্রধর মাহাতো এখন তৃণমূলের রাজ্য সম্পাদক। ছত্রধরের স্ত্রী নিয়তিকে সমাজকল্যাণ পর্ষদের গুরুত্বপূর্ণ সদস্য পদে বসানো হয়েছে।

আরও পড়ুন : রিয়ার জামিন নামঞ্জুর, ১৪ দিনের জেল

এদিন নিয়তি অনুষ্ঠানে বলেন, ‘‘আশা কর্মীরা এলাকার মাটি ও মানুষের খোঁজ রাখেন। মানুষের দৈনন্দিন স্বাস্থ্য সংক্রান্ত খোঁজখবর তাঁরাই রাখেন। এর ফলে করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই করোনা যোদ্ধারা। দলের তরফে সম্মানিত করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছি।’’

আরও পড়ুন ::

Back to top button