Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জানা-অজানা

কুকুর হঠাৎ তেড়ে আসলে কী করবেন?

কুকুর হঠাৎ তেড়ে আসলে কী করবেন?

রাস্তাঘাটে কুকুরের তাড়া খাননি এমন মানুষ খুব কমই রয়েছেন। হঠাৎ কুকুর তাড়া করলে কী করা উচিত সে বিষয়ে অনেকেরই কিছু জানা নেই। এমন অবস্থায় পড়লে মাথা ঠান্ডা রেখে নিচের কাজগুলো করলে কিছুটা সমাধান হতে পারে।

১। কোন অবস্থাতেই দৌড়ানো যাবে না। মনে রাখবে এতে কুকুরটি আরও ক্ষেপে উঠবে। গতিশীল বস্তু দেখলে কুকুরের আক্রমণের প্রবণতা বাড়ে।

২। হাঁটার গতি কমিয়ে দিন। দরকারে একদম থেমে যান। কুকুরটি শান্ত হলে আবার ধীরে এগোতে হবে।

৩। নির্বিকার থাকা অসম্ভব হলেও এমন পরিস্থিতিতে ভয় পেলেই হেরে যাবেন আপনি। অযথা আতঙ্কিত হবেন না। মানুষের ভয়-ভীতি কুকুর কিন্তু টের পায়।

আরও পড়ুন : উইকিপিডিয়ায় ২৫ লাখ এডিট করেছেন যিনি

৪। কুকুরটির সঙ্গে সরাসরি চোখাচোখি করবেন না। আড়চোখে দেখুন। নইলে কুকুরটি আরও হিংস্র হয়ে উঠতে পারে।

৫। কোন অবস্থাতেই মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না। প্রাণীটি এতে আপনাকে বড় কোন সমস্যা ভাববে। পাশাপশি দাঁড়ালে তাদের দৃষ্টিতে আপনাকে হালকা লাগবে।

৬। যদি হাতে কিছু থাকে তবে তা দূরে ছুড়ে দিন। এতে কুকুরটির মনোযোগ আপনার দিক থেকে সরবে। সে অন্যদিকে দৌড় দিবে। যদি কিছু না পান হাতের কাছে তবে মিথ্যামিথ্যি কিছু একটা ছোঁড়ার ভঙ্গি করতে পারেন।

আরও পড়ুন ::

Back to top button