ওপার বাংলা

সোনার বাংলা গড়তে আপ্রাণ চেষ্টা করছি: প্রধানমন্ত্রী

সোনার বাংলা গড়তে আপ্রাণ চেষ্টা করছি: প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারে, জাতির পিতার সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আপ্রাণ চেষ্টা করছি, দেশটাকে যেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে পারি। বাংলাদেশের মানুষ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারে, ওইটুকুই আমার প্রচেষ্টা, আর কিছু না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাবা-মা সব হারিয়ে রিক্ত-নিঃস্ব হয়ে এই দেশে এসে কাজ করা, এটা খুবই কঠিন কাজ। তারপরও শুধু একটা কথা চিন্তা করেছি যে, দেশটাকে আমার বাবা এতো ভালোবেসেছেন, দেশের মানুষের জন্য আমাকে কিছু করে যেতে হবে। তার স্বপ্নটা যেন অপূর্ণ না থাকে, সেটা যেন পূর্ণ করতে পারি।’

আরও পড়ুুন: শেখ হাসিনা-নরেন্দ্র মোদি বৈঠক ডিসেম্বরে

তিনি বলেন, ‘সবার সহযোগিতায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি। করোনাভাইরাস না এলে আমরা আরও অনেক কাজ করতে পারতাম। তারপরও যত বাধা-বিঘ্ন আসুক তা অতিক্রম করার মতো ক্ষমতা বাংলাদেশের মানুষ রাখে।’

এজন্য বাংলাদেশের মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। আর সবার কাছে দোয়া চাই। দোয়া এইটুকু চাই যে, যেন যতদিন বেঁচে আছি সম্মানের সঙ্গে বাঁচতে পারি। আর আমার কাছ থেকে যেন বাংলাদেশের মানুষের উপকারই হয়। মানুষ যেন ভালো থাকে, সেই কাজগুলি যেন করতে পারি, বলেন প্রধানমন্ত্রী।

অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী মাহবুবে আলমের মৃত্যুতে তার সরকারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার শোক প্রস্তাব গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘এটা আমাদের জন্য বিরাট ক্ষতি, রাষ্ট্রের জন্য ক্ষতি। কারণ তার প্রজ্ঞা,মেধা আমাদের দেশের জন্য, রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি অত্যন্ত ধীরস্থির, ঠাণ্ডা মাথায় সবকিছু বিবেচনা করতেন। অনেক জটিল মামলা ভালোভাবে সমাধান করেছিলেন তিনি।’

 

আরও পড়ুন ::

Back to top button