প্রযুক্তি

গুগল মিটের বিনামূল্যে ‘আনলিমিটেড’ সেবা বন্ধ হচ্ছে!

গুগল মিটের বিনামূল্যে ‘আনলিমিটেড’ সেবা বন্ধ হচ্ছে!

গুগল মিটে বিনামূল্যে ‘আনলিমিটেড’ ভিডিও কনফারেন্সের সুবিধা বন্ধ হচ্ছে। এখন থেকে বিনামূল্যে ৬০ মিনিট পর্যন্ত ভিডিও কনফারেন্স করা যাবে। এই নতুন নিয়ম ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

এই সঙ্গে গুগল ২৫০ এর বেশি ব্যবহারকারীদের অনুমতি দেওয়া, লাইভ স্ট্রিমিং এবং গুগল ড্রাইভে কনফারেন্সে রেকর্ডিংগুলো সংরক্ষণ করে রাখা নিয়ে কাজ শুরু করবে।

আরও পড়ুুন: ফেসবুকে হ্যাশট্যাগের আড়ালে লুকিয়ে আছে বিপদ!

গুগল এর এক মুখপাত্র জানান, যে সকল ব্যবহারকারী গুগল মিট আপগ্রেট করতে চান না তারা বিনা খরচে এটি চালিয়ে যেতে পারেন। তবে ৬০ মিনিটের বেশি কনফারেন্স করার সুযোগ পাবেন না।

জুমের মতো গুগল মিট এবং অন্যান্য ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মগুলো করোনা ভাইরাস মহামারী চলাকালীন জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে গুগল মিট এবং জুম ব্যবহারকারীদের সংখ্যা ১০০ মিলিয়ন অতিক্রম করেছে।

আরও পড়ুুন: সাইবার বুলিং ও আমাদের করণীয়

বর্তমানে গুগল মিটের বিনামূল্যের সংস্করণে ১০০ জন নিয়ে ভিডিও কনফারেন্স করা যায়। এতে সময়সীমার ক্ষেত্রেও কোনো বাধ্যবাধকতা নেই।

প্রতিষ্ঠানটির এ সিদ্ধান্ত গুগল মিটের প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button