Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউড

রেকর্ড গড়ল অক্ষয়ের ‘লক্ষ্মী বোম্ব’ ট্রেইলার

রেকর্ড গড়ল অক্ষয়ের ‘লক্ষ্মী বোম্ব’ ট্রেইলার

জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘লক্ষ্মী বোম্ব’। শুক্রবার (৯ অক্টোবর) মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বার দেখা ট্রেইলারের রেকর্ড গড়েছে এটি।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে তথ্যটি জানিয়ে বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা লিখেছেন, ‘লক্ষ্মী বোম্ব সিনেমার ট্রেইলার রেকর্ড গড়েছে। ২৪ ঘণ্টায় সকল ডিজিটাল প্ল্যাটফর্মে ৭০ মিলিয়ন বার দেখা হয়েছে। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বার দেখা ট্রেইলার এটি।’

হরর-কমেডি ঘরানার ‘লক্ষ্মী বোম্ব’ সিনেমার ট্রেইলারে দেখা যায়, ভূম-প্রেতে বিশ্বাস করেন না অক্ষয়। কিন্তু পরবর্তী সময়ে তার মধ্যে একজন রূপান্তরকামীর আত্মা ভর করে। এরপর চলতে থাকে নানা হাস্যরসাত্মক ও রহস্যজনক ঘটনা।

আরও পড়ুন : কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়ের

অক্ষয় কুমার ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন কিয়ারা আদভানি, আয়েশা রাজা মিশ্রা, তুষার কাপুর, তরুণ আরোরা, অশ্বিনি কালসেকার, মনু ঋষি, রাজেশ শর্মা প্রমুখ।

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ভাষার ‘কাঞ্চানা’ সিনেমার হিন্দি রিমেক ‘লক্ষ্মী বোম্ব’। এটি পরিচালনা করেছেন রাঘব লরেন্স। প্রযোজনায় রয়েছে অ্যা কেপ অব গুড ফিল্মস প্রোডাকশন, সাবিনা এন্টারটেইনমেন্ট, তুষার এন্টারটেইনমেন্ট হাউস। সিনেমাটির পরিবেশনায় রয়েছে ফক্স স্টার স্টুডিওস।

করোনা মহামারির কারণে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘লক্ষ্মী বোম্ব’। আগামী ৯ নভেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে সিনেমাটি।

আরও পড়ুন ::

Back to top button