রাজ্য

বাংলায় একদিনে মৃতের সংখ্যা ৬০

বাংলায় একদিনে মৃতের সংখ্যা ৬০
প্রতিকি ছবি

করোনা সংক্রমণে দু’টি জেলা চিন্তা বাড়াচ্ছে রাজ্যে। জেলা দু’টি হল শহর কলকাতা ও উত্তর ২৪ পরগণা।

বুধবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে কলকাতায় মৃত্যু হয়েছে ১৮ জনের। আর উত্তর ২৪ পরগণায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর ফলে এই দুই জেলায় দৈনিক মোট মৃতের সংখ্যা ৩৭ জন। আর বাকি ২১ জেলায় মাত্র ২৩ জনের মৃত্যু হয়েছে। ফলে বাংলায় দৈনিক মৃতের সংখ্যা ৬০ জন।

এই রাজ্যে মোট মৃত্যু হয়েছে ৬,৬৬৪ জন। এদের মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগণায় মোট মৃতের সংখ্যা ৩,৬৮৪ জন। আর বাকি ২১ জেলায় মোট মৃত্যু হয়েছে ২,৯৮০ জন। অর্থাত্‍ ৫০ শতাংশের কম।

গত ২৪ ঘন্টায় কলকাতায় আক্রান্ত ৮৯১ জন। তুলনামূলক বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। একদিনে শহরে সুস্থ হয়ে উঠেছেন ৯৯৩ জন। তার ফলে মোট সুস্থ হয়ে উঠেছেন ৬৯ হাজার ৪১০ জন। তবে শুধু কলকাতায় মোট আক্রান্তের সংখ্যাটা ৭৮ হাজার ৫৮৩ জন।

অন্যদিকে উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৮৫৩ জন। তুলনামূলক এই জেলাতেও বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯৯৯ জন। প্রায় এক হাজার। এর ফলে মোট সুস্থ হয়ে উঠেছেন ৬৫ হাজার ২২৪ জন। আর মোট আক্রান্তের সংখ্যাটা ৭৩ হাজার ৫৫৯ জন।

আরও পড়ুন: বেলডাঙায় নৌকাডুবিতে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর

কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়া উদ্বেগ বাড়াচ্ছে আরও কয়েকটি জেলার সংক্রমণ। এগুলো হল -হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, হুগলি,পশ্চিম বর্ধমান,দুই মেদিনীপুর, নদিয়া ও দার্জিলিং।

এদিনের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, মোট আক্রান্ত যথাক্রমে হাওড়া (২৪,৫৬৮), দক্ষিণ ২৪ পরগনায়(২৩,৮৪৮ ),হুগলি (১৭,৭০৪), পশ্চিম বর্ধমান (১০,০১৪),পূর্ব মেদিনীপুর ( ১৪,৫৭৪) ও পশ্চিম মেদিনীপুর (১৩,৮২০) জন,নদিয়া ( ১১,৬৯০) জন ও দার্জিলিং (১১,১৩১) জন। বাকি জেলায় সংক্রমণ ১০ হাজারের নিচে।

একদিনে যে ৬০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১৮ জন। উত্তর ২৪ পরগনার ১৯ জন। দক্ষিণ ২৪ পরগনার ৪ জন। হাওড়ার ৩ জন। হুগলি ১ জন। পশ্চিম বর্ধমান ২ জন। পূর্ব মেদিনীপুর ২ জন। পশ্চিম মেদিনীপুর ১ জন। বাঁকুড়া ১ জন। বীরভূম ১ জন। নদিয়া ৪ জন। মুর্শিদাবাদ ১ জন। মালদা ১ জন। দক্ষিণ দিনাজপুর ১ জন। দার্জিলিং ১ জন।

 

সুত্র: কলকাতা ২৪*৭

আরও পড়ুন ::

Back to top button