রাজ্য

মোদি, মমতাকে চিঠি সারদা কর্তার, নেতাদের নেয়া টাকার অঙ্ক ফাঁস করলেন

মোদি, মমতাকে চিঠি সারদা কর্তার, নেতাদের নেয়া টাকার অঙ্ক ফাঁস করলেন

চিট ফান্ড জালিয়াতির কিংপিন সারদা কর্তা সুদীপ্ত সেনের একটি চিঠি ঘিরে রাজ্য রাজনীতিতে ঝড় উঠল শনিবার। সাত বছর জেলে বন্দী সুদীপ্ত সেন জেল থেকেই চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে।

চিঠিতে তিনি কয়েকজন নেতার নাম লিখেছেন। বেআইনি ব্যবসা ঠিকভাবে চালানোর জন্যে সেসব নেতাদের তিনি ঘুষ দিয়েছিলেন বলে চিঠিতে দাবি করেছেন সুদীপ্ত। তিনি জানিয়েছেন, শুভেন্দু অধিকারীকে ৬ কোটি, সি পি এম নেতা সুজন চক্রবর্তীকে ৯ কোটি, বিমান বসুকে ২ কোটি এবং কংগ্রেসের অধীর চৌধুরীকে তিনি ৬ কোটি টাকা ঘুষ হিসেবে দিয়েছিলেন। ১লা ডিসেম্বর লেখা এই চিঠিটি এ ডি জি কারার হাত ঘুরে প্রধানমন্ত্রীর দরবারে এবং মুখ্যমন্ত্রীর কাছে চলে গেছে।

আরও পড়ুন : ‘দুয়ারে সরকার’-এর শিবিরে চলুন, বাড়ি-বাড়ি গিয়ে আবেদন টিএমসিপি নেতার

শুভেন্দু অধিকারীকে নিয়ে ডামাডোলের মধ্যে এতদিন পরে সুদীপ্ত সেন এই চিঠি লিখলেন কেন এবং কট্টর মমতা সমালোচকদের কথাই বা কেন লিখলেন তাই নিয়েও প্রশ্ন উঠেছে। চিঠিটি আদৌ সুদীপ্ত সেনের লেখা কিনা তাও পরখ করবে সিবি আই। ইতিমধ্যে তাদের কাছে একটি অডিও টেপ এসেছে যাতে অনেক প্রভাবশালী ব্যাক্তির সঙ্গে সুদীপ্ত সেনের কথাবার্তার রেকর্ডিং আছে। এটিও পরীক্ষা করবে সিবিআই।

আরও পড়ুন ::

Back to top button