Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউড

নতুন করে ‘চরিত্রহীন’ হলাম: স্বস্তিকা

নতুন করে ‘চরিত্রহীন’ হলাম: স্বস্তিকা

জন্মদিনের সেরা উপহার পেলেন স্বস্তিকা মুখোপাধ্যায়? নাকি দেবালয় ভট্টাচার্যের ‘চরিত্রহীন ৩’-এ ‘রাবেয়া’ চরিত্রে অভিনয় করে রিটার্ন গিফট দিলেন তার অনুরাগীদের? সম্ভবত এও বোঝালেন, ৪০ বছরেও যোগ্য সঙ্গত আর ধারালো চিত্রনাট্য পেলে এখনও তিনিই সেরা!

সবটাই বলবে নতুন সিরিজ। ২৪ ডিসেম্বর যা মুক্তি পাচ্ছে হইচই প্ল্যাটফর্মে। স্বস্তিকা বলুন চাই না বলুন, ১৩ ডিসেম্বর এসভিএফ দফতরে ডাকা সাংবাদিক আড্ডার তিনিই যে মূল আকর্ষণ, বলাই বাহুল্য। সিরিজের পরিচালক দেবালয় ভট্টাচার্য, সৌরভ দাস, নয়না গঙ্গোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী, মুমতাজ সরকার, সঙ্গীতকার অমিত-ঈশান উপস্থিত ছিলেন সেখানে।

সবাই আবর্তিত হয়েছেন ‘রাবেয়া’ স্বস্তিকাকে কেন্দ্র করে। কালো শর্ট স্লিভ মিডল লেন্থ টপ আর পা ছোঁয়া মরচে লাল স্কার্ট। খোলা চুলে স্বস্তিকা এখনও মোহ এবং মায়া ছড়ান হাসতে হাসতে। তিনি আসতেই তাই দেবালয় সবার আগে মাইক্রোফোন তুলে দেন তার হাতে।

অভিনেত্রী তার স্বভাবসুলভ ভঙ্গিতেই প্রথমে নিজেকে নিয়ে রসিকতা, এত কঠিন একটা বছরে আবার ‘চরিত্রহীন’ হলাম! জানিয়েছেন, কেন তিনি রাবেয়া করতে রাজি হলেন? তার পরেই অকপট, এত রকমের চরিত্রে অভিনয় করলেও আমি কখনও মনস্তাত্ত্বিক হইনি।

তাই রাবেয়া আমার কাছে চ্যালেঞ্জের। একই সঙ্গে বললেন, তার প্রিয় পরিচালক ভীষণ শক্ত একটি চরিত্র দিয়ে তাকে ভয়ঙ্কর রকম খাটিয়ে নিয়েছেন। পুরুলিয়ায় পাহাড়, ৪২ তলা উঁচু বিল্ডিংয়ে চড়িয়েছেন।

স্বস্তিকা প্রশংসা করেছেন দেবালয়ের সাহসেরও। অতিমারিতে এক্ষুণি কোনও কাজে নেই আমি। ফলে, মাথা কামিয়ে নিয়েছিলাম। এটা যে দেবালয়ের সঙ্গে দর্শকেরাও মেনে নেবেন, ভাবতেই পারিনি! আমার অবশ্য সুবিধাই হয়েছে শুটিংয়ে। চুল নিয়ে বেশি চুলোচুলি করতে হয়নি, হাসতে হাসতে ফাঁস স্বস্তিকার।

আরও পড়ুন: জানা গেল অভিনেত্রী আরিয়া ব্যানার্জির অস্বাভাবিক মৃত্যুর রহস্য

বাকি অভিনেতারা নিজেদের চরিত্রের পাশাপাশি আপ্লুত স্বস্তিকার সঙ্গে কাজ করতে পেরে। দেবালয় জানালেন, দর্শকদের চাহিদা মেনেই ‘কিরণময়ী’কে আবার কবর খুঁড়ে তুলে আনতে হয়েছে।

‘কিরণময়ী’ নয়না জানালেন, তিনি আন্তরিক ভাবে চাইছেন, খুব তাড়াতাড়ি যেন ‘চরিত্রহীন ৪’-এর কাজ শুরু হয়। তা হলে বেশ কিছু দিনের জন্য আবার কলকাতায়, নিজের বাড়ি, শহরে থাকতে পারবেন।

‘সতীশ’ সৌরভ দাস জানিয়েছেন, বড় হতে হতেই স্বস্তিকা মুখোপাধ্যায়ের অভিনয়ের সঙ্গে পরিচয়। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারব কোনও দিন, সত্যিই ভাবিনি। ‘চরিত্রহীন’ সিরিজ এবং দেবালয় ভট্টাচার্য সেই স্বপ্নও সফল করে দিল।

ট্রেলার প্রশ্ন তুলে দিয়েছে, ‘কিরণময়ী’র কাছে কী ভালোবাসায়, শরীরী আশ্লেষে হার মানবেন স্বস্তিকা? উত্তর লুকিয়ে সিরিজের অন্দরে। তবে জমাটি আড্ডা জানিয়ে দিল, ‘রাবেয়া’ হোন বা ‘সুজাতা’ কিংবা অতিসাম্প্রতিক ‘মোহ মায়া’, স্বস্তিকার মোহ এবং মায়া কাটানো সত্যিই অসাধ্য।

সূত্র: আনন্দবাজার

আরও পড়ুন ::

Back to top button