দিল্লি-কলকাতা রুটে এখন রোজই চলবে সরাসরি উড়ান
আর সপ্তাহে তিন দিন নয়, এখন থেকে প্রতিদিনই দিল্লি-কলকাতা (Delhi-Kolkata) সরাসরি উড়ান চলবে। দিল্লি থেকে কলকাতায় সরাসরি উড়ান আসা নিয়ে নিষেধাজ্ঞা সম্পূর্ণ তুলে নিল পশ্চিমবঙ্গ সরকার ।
সোমবার নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, এবার থেকে সপ্তাহে সাত দিনই দিল্লি-কলকাতা রুটে বিমান চলবে । ফলে বাড়বে উড়ান সংখ্যা ।
এতদিন এই রুটে সপ্তাহে মাত্র তিন দিন বিমান চলছিল । কোনও কোনও বিমানসংস্থা আবার সংখ্যায় কম হলেও সপ্তাহে পাঁচ থেকে সাত দিন উড়ান চালাচ্ছিল । কিন্তু তার সংখ্যা ছিল অত্যন্ত কম ।
আরও পড়ুন: বঙ্গধ্বনি যাত্রায় চাষির ধান ঝেড়ে, মাঠে ফুটবল খেলে ছত্রধরের জনসংযোগ
এবার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আর কোনও সমস্যা থাকল না । দিল্লি-কলকাতা রুটে আবার আগের মতো প্রতিদিনই চলবে বিমান। দিল্লি ছাড়া কোভিড ১৯-এ আক্রান্তের সংখ্যা বেশি, এমন পাঁচটি শহরের সঙ্গে কলকাতার সরাসরি উড়ান গত ৪ জুলাই থেকে বন্ধ করে দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার।
এবার থেকে দিল্লি-কলকাতা রুটে প্রতিদিন উড়ান চললেও । কলকাতা থেকে বাকি পাঁচটি শহর- মুম্বই, চেন্নাই, আহমেদাবাদ, পুণে এবং নাসিকের উড়ান সপ্তাহের বাছাই করা দিনগুলিতেই চলবে।
সুত্র: নিুজ ১৮ বাংলা