বলিউড

গ্রেপ্তার হতে পারেন অর্জুন রামপাল

গ্রেপ্তার হতে পারেন অর্জুন রামপাল

বলিউডের মাদক মামলায় জেরার মুখে পড়তে হয়েছে অভিনেতা অর্জুন রামপালকেও। এনসিবি সূত্রে জানা যাচ্ছে, খুব শিগগিরই গ্রেপ্তার হতে পারেন তিনি। সম্প্রতি কেন্দ্রীয় স‌ংস্থাকে ডাক্তারের একটি প্রেসক্রিপশন দিয়েছিলেন এই অভিনেতা। যদি সেটি ভূয়া বলে প্রমাণিত হয়, তাহলে তাকে এনসিবির হেফাজতে যেতে হবে।

সোমবার সকালেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দপ্তরে পৌছেছিলেন অর্জুন। এনসিবির সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর ১৩ নভেম্বর ওষুধের একটি প্রেসক্রিপশন এনসিবির হাতে তুলে দিয়েছিলেন রামপাল। তার দাবি, ওষুধগুলো চিকিৎসক তাকে খেতে বলেছেন।

এছাড়াও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে তিনি জানিয়েছিলেন, তিনি কোনও প্রকার মাদক ব্যবহার করেন না। কোনও মাদক পাচারকারীর সঙ্গেও সম্পর্ক নেই তার।

আরও পড়ুন:  কারিনা বাগদত্তা বললেও বরুণের ‘না’

কিন্তু তিনি যে প্রেসক্রিপশনটি দিয়েছেন, সেটিতে মানসিক রোগের উল্লেখ রয়েছে এবং তা ভূয়া বলে সন্দেহ করছেন এনসিবি আধিকারিকরা। এখন সেই বিষয়েই তদন্ত করছেন এনসিবি কর্মকর্তারা।

গ্রেপ্তার হতে পারেন অর্জুন রামপাল

তদন্ত করার পর যদি প্রেসক্রিপশনটি ভূয়া বলে প্রমাণিত হয়ে তাহলে অর্জুন রামপালকে গ্রেপ্তার করবে কেন্দ্রীয় সংস্থা। অন্যদিকে ঘনিষ্ট সূত্রের খবর, এনসিবি সন্দেহ করছেন যে, এক বন্ধুর মাধ্যমে দিল্লির এক চিকিৎসকের কাছ থেকে অর্জুন এই ব্যাকডেটেড প্রেসক্রিপশনের ব্যবস্থা করেছেন।

আরও পড়ুন ::

Back to top button