প্রযুক্তি

‘নিও’ নামে এবার বিদ্যুত্‍চালিত রূপে ফিরে আসছে ন্যানো

‘নিও’ নামে এবার বিদ্যুত্‍চালিত রূপে ফিরে আসছে ন্যানো - West Bengal News 24

টাটা মোটর্সের একলাখি গাড়ি ন্যানো হাজির হবে নতুন রূপে। তেলের জায়গায় এবার বিদ্যুত্‍চালিত ভার্সান ‘জায়েম নিও’ আসতে চলেছে।

ন্যানোর উত্‍পাদন বন্ধ করার পর ২০১৭ টাটা মোটর্স ঘোষণা এবং জায়েম অটোমোটিভস মিলিতভাবে ঘোষণা করে, সস্তার বিদ্যুত্‍চালিত গাড়ি বাজারে ছাড়তে চলেছে তারা।

তিন বছর এ নিয়ে কোনও খবর পাওয়া যায়নি। অতি সম্প্রতি এই নতুন ভার্সানকে পুনের রাস্তায় ‘টেস্ট ড্রাইভ’ নিতে দেখা গিয়েছে।

আরও পড়ুন: জানুয়ারি থেকে যেসব ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ

বাইরে থেকে এবং অন্দরসজ্জা দেখতে একেবারে পুরনো ন্যানোর মতোই। ড্রাইভিং কনসোল প্যানেল অ্যানালগের জায়গায় ডিজিটাল করা হয়েছে। আশা করা যায়, নিরাপত্তার বিষয়গুলি নিয়ে কাজ হয়েছে।

কারণ বর্তমান নিরাপত্তা নিয়মবিধির তুলনায় ন্যানোর নিরাপত্তা অনেক নিম্নমানের ছিল। নতুন গাড়িতে আর ন্যানো শব্দটি থাকছে না। সম্ভবত থাকবে না ‘টাটা’ লোগোটিও। টেস্ট ড্রাইভে যে গাড়িটিকে দেখা গেল তার সামনে লেখা ছিল ‘নিও’।

জানা গেছে, এই গাড়ি হয়তো ‘ওলা ইলেকট্রিক’-এর হয়ে রাস্তায় নামবে।

 

সুত্র:আজকাল.in

আরও পড়ুন ::

Back to top button