জাতীয়

জামশেদপুর চেনাব রোড দুর্গাবাড়িতে ১১ই জানুয়ারি মা কালী’র ও ১৪ই জানুয়ারি নীলকন্ঠ শিবের প্রতিষ্ঠা উৎসব

জামশেদপুর চেনাব রোড দুর্গাবাড়িতে ১১ই জানুয়ারি মা কালী’র ও ১৪ই জানুয়ারি নীলকন্ঠ শিবের প্রতিষ্ঠা উৎসব - West Bengal News 24

জামশেদপুরের সাকচী চেনাব রোড দুর্গাবাড়ির তত্বাবধানে আগামী ১১ই জানুয়ারি সোমবার মা কালী’র ৬০তম প্রতিষ্ঠা উত্সব এবং ১৪ই জানুয়ারি নীলকন্ঠ শিবের ৮৬তম প্রতিষ্ঠা উত্সবের এর আয়োজন করা হবে।

প্রেস বিবৃতি দিয়ে এই কথা জানালেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক শান্তুনু বোস। তিনি জানালেন অনুষ্ঠানের সূচনা দুই দিনই সকালে বিশেষ পূজা তারপর আরতি, পূজা, হোম হবে. এবছর কোভিড এর জন্যে মহাপ্রসাদের বিতরণ করা হবে না। এবছর বৃদ্ধাশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

সাকচী চেনাব রোড কালী মন্দিরে মা কালী ব্রহ্মময়ী রূপে ও শিব নীলকণ্ঠ রূপে বিরাজমান রয়েছেন। মন্দিরে জন্মলগ্ন থেকে যে ভাবে রীতি মেনে পুজো করা হত, আজও সেই ধার্মিক রীতি মেনেই বিশুদ্ধ মোতে পুজো হয়।

আরও পড়ুন ::

Back to top button