রাজ্য

বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন দিলীপ ঘোষ-ই : সৌমিত্র খাঁ

বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন দিলীপ ঘোষ-ই : সৌমিত্র খাঁ - West Bengal News 24

সামনেই বিধানসভা নির্বাচন। তাঁর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির চাণক্য অমিত শাহ রাজ্যে এসে বিধানসভা নির্বাচনের প্রচারের দামামা বাজিয়ে দিয়েছেন। এরপরেই একের পর এক বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের জনসভায় চলেছে নির্বাচন প্রচার।

কিন্তু এই প্রচারে রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রী প্রার্থী নিয়ে যখন রাজ্য এমনকী কেন্দ্রের নেতাদেরও মুখে কুলুপ, তখন মুখ খুললেন সৌমিত্র খাঁ। বাংলায় বিজেপি জিতলে দিলীপ ঘোষ-ই মুখ্যমন্ত্রী হবেন। সোমবার সৌমিত্র খাঁ স্বমহিমায় একথা বললেন। সৌমিত্রের এমন বেঁফাস মন্তব্যে বিপাকে রাজ্য বিজেপি।

আরও পড়ুন : ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মার খেলেন প্রাক্তন বিজেপি বিধায়ক

সোমবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে এক জনসভায় সৌমিত্র খাঁ বলেন, ‘শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৃণমূল ভাঙবে। মুখ্যমন্ত্রী হবেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ সংসার করেননি। আমার দৃঢ় বিশ্বাস উনিই একদিন মুখ্যমন্ত্রী হবেন। তিনিই রাজ্য চালাবেন।’রাজ্য বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা না করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

এই নিয়ে প্রশ্নের মুখে শুধু জল্পনা বাড়িয়েছেন বিজেপি নেতারা। পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীকে মুখ করে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এরই মধ্যে সৌমিত্র খাঁয়ের মন্তব্যে বিজেপির সমস্ত গেমপ্ল্যান ভঙ্গ হয়ে গিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন ::

Back to top button