বর্ধমান

শুভেন্দু অধিকারির দুর্গাপুরের সভায় কে কে যোগ দেবেন, শুরু জল্পনা

শুভেন্দু অধিকারির দুর্গাপুরের সভায় কে কে যোগ দেবেন, শুরু জল্পনা - West Bengal News 24

বিজেপিতে যোগ দেওয়ার পরে প্রথমবার মঙ্গলবার দুর্গাপুর আসছেন শুভেন্দু অধিকারি। শুধু তাই নয়, এদিনের মূল বক্তাও তিনি। ফলে ‘দাদার অনুগামী’দের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বিজেপির যুব কর্মীদের উন্মাদনাও চোখে পড়ার মতো।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, আসানসোল জেলা বিজেপির ডাকে ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে দুর্গাপুরের প্রান্তিকায় পাঁচমাথার মোড়ে যোগদান মেলা এবং ‘আর নয় অন্যায়’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। দুর্গাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারির হাত ধরে কিছুদিন আগে বিজেপিতে যোগ দিয়েছেন। যোগ দিয়েছেন প্রাক্তন কাউন্সিলর প্রমোদ সরকার। বিজেপির আশা, এদিনের সভাতেও অনেকে যোগদান করবেন।

আরও পড়ুন : বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন দিলীপ ঘোষ-ই : সৌমিত্র খাঁ

তবে দুর্গাপুরের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের জল্পনা, দুর্গাপুরের কোনও কাউন্সিলর বা হেভিওয়েট এদিনের সভায় যোগ দেবেন এখনও পর্যন্ত তেমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। বেশ কিছু কাউন্সিলর বিজেপিতে যাওয়ার জন্য পা বাড়িয়ে আছেন বলেই মনে হচ্ছে। কিন্তু তাঁরা এখনই যাবেন না। তাঁরা আরও কিছুদিন জল মেপে তবেই দল ছাড়বেন। জিতেন্দ্র তিওয়ারি এপিসোডের পরে দলীয় নেতৃত্ব দল পরিচালনার ক্ষেত্রে কোন পথে হাঁটেন সেটা দেখে নিশ্চিত হতে চান তাঁরা। ওই অংশের বক্তব্য, ফের যদি আগের মতো আসানসোল থেকে সব চাপিয়ে দেওয়া হতে শুরু হয় তাহলে সিদ্ধান্ত নিতেই হবে।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, বিকাল ৫ টা নাগাদ প্রথমে সভা হবে প্রান্তিকায় পাঁচমাথা মোড়ে। সেখানেই যোগদান মেলা হবে। বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারি। এরপর শুরু হবে পদযাত্রা। শেষ হবে ভিড়িঙ্গিতে।

আরও পড়ুন ::

Back to top button