বলিউড

কৃষকদের প্রতিবাদে বন্ধ জাহ্নবীর সিনেমার শুটিং

কৃষকদের প্রতিবাদে বন্ধ জাহ্নবীর সিনেমার শুটিং - West Bengal News 24

‘গুড লাক জেরি’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করছেন প্রয়াত শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। পাঞ্জাবের বিভিন্ন লোকেশনে চলছিল সিনেমার চিত্রায়ণ। হঠাৎ কৃষকদের প্রতিবাদের কারণে মাঝ পথে বন্ধ হয়ে গেছে সিনেমার কাজ। এমনটাই জানা গেছে গণমাধ্যম সূত্রে।

গত শনিবার (২৩ জানুয়ারি) পাঞ্জাবের পাটিয়ালা শহরের ভূপিন্দ্র রোডে চিত্রায়ণ চলছিল। হঠাৎ সেখানে হাজির প্রতিবাদরত কৃষকদের একটি দল। শুটিং বন্ধের দাবি করেন তারা। শুটিং টিমের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করেও সমাধান হয়নি। বাধ্য হয়ে কাজ বন্ধ করে হোটেলে ফিরতে হয়েছে পুরো টিমকে।

আরও পড়ুন : বাড়িতে এসে মাতলামি করায় স্বামীকে শুটিয়ে লাল করে দিল স্ত্রী, দেখুন ভাইরাল সেই ভিডিও

এখানেই শেষ নয়। হোটেলে সামনে গিয়েও প্রতিবাদ করেছে কৃষকরা। বিভিন্ন শ্লোগান দেওয়া শুরু করেছিল তারা। তারপর পুলিশ এসে শুটিং বন্ধের আশ্বাস দিলে ফিরে যায় কৃষকরা।

এর আগে ১১ জানুয়ারি একই রকম প্রতিবাদ করেছিল কৃষকরা। সেবার বন্ধ হয়েছিল চিত্রায়ণ। প্রতিবাদকারী কৃষকরা জানান, দিল্লির নতুন কৃষি আইন নিয়ে সিনেমা দুনিয়া থেকে তাদের সমর্থনে কেউ কথা বলেননি। তাই নতুন কৃষি আইন বাতিল না করা পর্যন্ত পাঞ্জাবে কোনো শুটিং করতে দেবেন না তারা।

আরও পড়ুন ::

Back to top button