ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর
রাজ্য স্বরাষ্ট্র দফতরে ব্যক্তিগত কারণ দেখিয়েই পদত্যাগ করলেন চন্দননগরের সিপি হুমায়ুন কবীর। আগামিকাল সকাল ১০টার মধ্যেই দায়িত্ব বুঝে নেবেন গৌরব শর্মা। যদিও তিনি কেন ইস্তফা দিলেন, তা এখনও স্পষ্ট নয়।
রাজ্য স্বরাষ্ট্র দফতরে পাঠানো ইস্তফা পত্রে যদিও ব্যক্তিগত কারণ দেখিয়েই পদত্যাগ করেছেন তিনি। তাঁর ইস্তফা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। কর্মজীবন থেকে অব্যাহতি নিয়ে কোনও রাজনৈতিক দলে যোগদান করবেন তিনি ? এ বিষয়ে মুখ খোলেননি তিনি।
আরও পড়ুন : আমি কান ধরে হিন্দি শেখাতে পারি, নাম না করে মোদীকে কটাক্ষ মমতার
২০০৩ ব্যাচের আইপিএস হুমায়ুন কবিরকে বরাবরই সাহিত্যচর্চায় ছিলেন তেমনই আবার দুষ্কৃতী দমনেও নজড় কেতেছে সকলের। একাধিক বাহুবলীকেও জব্দ করেছেন এই আইপিএস অফিসার। ব্যারাকপুর কমিশনারেটের ডিসি (সদর ) পদে।
সেখানে বেশ কয়েকদিন কাটিয়ে কলকাতা পুলিসে যুগ্ম কমিশনার (প্রশাসন) পদে যোগ দেন তিনি। এরপর চন্দননগরের পুলিস কমিশনার হিসাবে যোগ দেন। তার পদত্যাগ কি রাজনৈতিক জল্পনার পারদ চরাল। উল্লেখ্য, মাসদুয়েক আগেই শাসক দলে যোগ দিয়েছেন ডঃ হুমায়ুন কবীরের স্ত্রী অনিন্দিতা দাস।