ঝাড়গ্রাম

কৃষি আইন বাতিলের দাবিতে গর্জে উঠল গোপীবল্লভপুর

স্বপ্নীল মজুমদার

কৃষি আইন বাতিলের দাবিতে গর্জে উঠল গোপীবল্লভপুর - West Bengal News 24

ঝাড়গ্রাম: কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে তৃণমূলের উদ্যোগে কয়েকশো কৃষক ট্রাক্টর র‍্যালি করলেন। শুক্রবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে ওই কর্মসূচির আয়োজনে ছিল গোপীবল্লভপুর-১ ব্লক তৃণমূল।

জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু, জেলা তৃণমূলের মুখপাত্র তথা ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ উমা সরেন, দলের দু’জন জেলা কো-অর্ডিনেটর অজিত মাহাতো, উজ্জ্বল দত্ত, জেলা নেতা সত্যরঞ্জন বারিক, ব্লক সভাপতি হেমন্ত ঘোষ সহ বিভিন্ন নেতা-নেত্রী ওই কর্মসূচিতে যোগ দেন। গোপীবল্লভপুর-১ ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ বলেন, ‘‘দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সংহতি জানাতে এবং কেন্দ্রীয় কালা কৃষি আইন বাতিলের দাবিতে এদিন ১২০টি ট্রাক্টর নিয়ে র‍্যালি হয়েছে।’’

আরও পড়ুন : ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর

এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ ছাতিনাশোল তরুণ সঙ্ঘের মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়। ২৬ কিমি দূরে হাতিবাড়িতে র‍্যালি শেষ হওয়ার পরে গোপীবল্লভুর যাত্রা ময়দানে সভায় কৃষি আইনের বিরুদ্ধে সোচ্চার হন উমা, দুলাল, অজিত সহ জেলা ও ব্লকের নেতারা।

আরও পড়ুন ::

Back to top button