জাতীয়

রোটারি ক্লাবের নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

রোটারি ক্লাবের নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন - West Bengal News 24

রোটারি ক্লাব অফ জামশেদপুর ওয়েস্ট এর তত্বাবধানে জামশেদপুরের সিদগোড়া মুখী সমাজ বাসটিতে নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়. শিবিরে ২৫ থেকে ৮০ বছর বয়সী মানুষ চিকিৎসা করান।

এই শিবিরের মাধ্যমে ‘নো ইওর নাম্বারস ক্যাম্প’ এবং ‘এক চামচ কম, চারটি পদক্ষেপ এগিয়ে’ একটি সচেতনতা কর্মসূচিরও আয়োজন করা হয়। ক্যাম্পে ডায়াবেটিস এর মতো রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা হয়।

এছাড়াও উচ্চতা, ওজন, রক্তে শর্করা, রক্তচাপও এর ব্যাপারে সচেতন করা হয়। ডঃ কে এম গান্ধী, ডঃ অমিত মুখোপাধ্যায়, রোটারিয়ান গুরুপ্রীত কৌর ভাটিয়া, রামা খান্না, ক্লাবের সভাপতি অঞ্জনী নিধি এবং ক্লাব সচিব আল্পনা শুক্লা সহ রোটারি ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন ::

Back to top button