ওপার বাংলা

বেপরোয়া গতির কারণে রাস্তার ধারে উল্টে পড়ে গেল বাসটি, ভিডিও ভাইরাল

বেপরোয়া গতির কারণে রাস্তার ধারে উল্টে পড়ে গেল বাসটি, ভিডিও ভাইরাল - West Bengal News 24

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বোগদাদ পরিবহণের যাত্রীবাহী একটি বাস বেপরোয়া গতির কারণে উল্টে গেছে। এ ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন।

পেছনে থাকা একটি বাসের কোনো এক যাত্রী ঘটনাটি ভিডিও করেন। পরে সেটি সামাজিকমাধ্যম ফেসবুকে আপলোড করা হলে ভাইরাল হয়ে যায়। গতকাল সোমবার দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মৌতাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : দরজা ভেঙে সর্বস্ব চুরি ঝাড়গ্রামের বহুতলে

পুলিশ জানিয়েছে, কুমিল্লা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা বোগদাদ পরিবহনের বাসটি শাহরাস্তির মৌতাবাড়ি এলাকায় পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

শাহরাস্তি থানার ওসি আব্দুল মান্নান জানান, খুব বেপরোয়া গতিতে চলার কারণে এমন দুর্ঘটনা ঘটে। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

স্থানীয়দের অভিযোগ, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী বোগদাদ পরিবহনের বাসগুলো প্রায় সময়েই এমন বেপরোয়া গতিতে চলার কারণে দুর্ঘটনার শিকার হয়।

আরও পড়ুন ::

Back to top button