রাজনীতিরাজ্য

ভোটবঙ্গে প্রচারে এবার যোগী আদিত্যনাথ

West Bengal Election 2021 : ভোটবঙ্গে প্রচারে এবার যোগী আদিত্যনাথ - West Bengal News 24

পশ্চিমবঙ্গে শিউরে ভোট। আর ভোট যতই এগিয়ে আসছে, ততই প্রচারে ঝাঁপিয়ে পড়ছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই প্রচারে একাধিকবার বাংলায় এসেছেন বিজেপির হেভিওয়েট নেতা নরেন্দ্র মোদি, অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা। এবার রাজ্যে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ২ মার্চ রাজ্যে আসার কথা তাঁর। এরপর ৭ তারিখ ফের বঙ্গে প্রচারে আসতে পারেন নরেন্দ্র মোদি।

ভোটবঙ্গে জমজমাট মার্চ। বাংলা দখলে মরিয়া গেরুয়া শিবির। আর সেই লক্ষ্যে প্রচারে আসছেন দলের একের পর এক হেভিওয়েট। মোদি-শাহ-নাড্ডার পর এবার নির্বাচনী প্রচারে যোগী আদিত্যনাথ। দলীয় সূত্রে খবর, ২ মার্চ মালদাতে একটি জনসভা করবেন তিনি।

আরও পড়ুন : বাংলা সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা আজই

এর আগেও বিহার, ছত্তিশগড়, কেরল ও হায়দরাবাদের মতো রাজ্যগুলিতে একাধিক নির্বাচনী প্রচারে গিয়েছিলেন বিজেপির হিন্দুত্বের পোস্টার বয়।এমনকী লোকসভা ভোটের সময়ও পশ্চিমবঙ্গে প্রচারে নামানো হয় তাঁকে। বিজেপির ‘পরিবর্তন যাত্রা’তে সম্প্রতি কেরল গিয়েছিলেন দলের এই স্টার ক্যাম্পেনার। এবার পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে প্রচারে পাঠানো হচ্ছে মোদির বিশ্বস্ত যোগী আদিত্যনাথকে।

আরও পড়ুন ::

Back to top button